সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মে ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ মে ২০২৫ : বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ নুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ শুক্রবার (৯ মে ২০২৫) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মো: শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেছেন।
সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক লুনা নুরের পিতা তিনি।
ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কমরেড শাহ নূর পটুয়াখালী জেলার প্রগতিশীল আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত শাহ নুরের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে সিপিবি একজন শুভাকাঙ্ক্ষীকে হারালো।
প্রয়াত শাহ নূর একসময় পটুয়াখালী সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানেও অংশ নেন। তিনি একসময় কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে শ্রেণিহীন সমাজের লড়াইয়ে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, আজ শুক্রবার (৯ মে ২০২৫) সকাল ৮টায় রাজধানীর হেল্থ এন্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ৩ কন্যা, নাতি-নাতনীসহ বহু গুণগাহী রেখে গেছেন।
আজ বাদ জুম্মা আরজতপাড়া জামে মসজিদে প্রথম জানাযা নামাজ শেষে তাকে পটুয়াখালী নিয়ে যাওয়া হয়। সেখানে পটুয়াখালী ঈদগাহ মাঠে বাদ এশা তার দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে মরহুমকে পটুয়াখালী পৌর কবরাস্থানে সমাহিত করা হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি