বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবি সিপিবির

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবি সিপিবির

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৫ মে ২০২৫ : জাতীয় সঙ্গীত নিয়ে সব ধরনের ষড়যন্ত্র রোধের প্রত্যয় নিয়ে বগুড়ায় উদীচীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে গতকাল ১৪ মে বগুড়ার সাতমাথায় আয়োজিত সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

Manual3 Ad Code

আজ বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার সময় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ নামধারী উগ্রপন্থীদের হামলা এবং পরবর্তীতে উদীচীর জেলা কার্যালয় ভাঙচুরের প্রচেষ্টার নিন্দা জানিয়ে অবিলম্বে এর সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইদানিং জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের ওপর বিভিন্ন জায়গায় আক্রমণ ঘটছে। ক্রমেই স্বাধীনতাবিরোধীদের আস্ফালন বাড়ছে। এই ধরনের তৎপরতা সরকারের চোখের সামনে ঘটছে। অথচ সরকার এবং পুলিশ নির্বিকার ভূমিকায় আছে। গতকাল উদীচীর ওপর হামলার সময়ও পুলিশ প্রশাসন নির্বিকার ভূমিকায় ছিলো, এদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা সরকার গ্রহণ করছে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

Manual6 Ad Code

সিপিবি এসব ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং একইসাথে এর সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code