সিলেট ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ মে, ২০২৫ : ঢাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে ২০২৫) নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে আপনার সম্পর্ক কী?’ শীর্ষক আলোচনায় অংশ নেন বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর আন্তন চেরনভ। এতে তিনি প্রধান বক্তার বক্তব্যে ‘গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার’ নিয়ে কথা বলেন এবং কীভাবে এই যুদ্ধ এখনও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন।
অনুষ্ঠানে ‘দ্য আননোন ওয়ার, এপিস্যুড ২০ : অ্যা সোলজার অব দ্য আননোন ওয়ার’ নামে একটি চলচ্চিত্র দেখেন। এতে সোভিয়েত সেনাদের সাহস ও আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে এনএসইউ’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ড. হালিমুর আর. খান মস্কোতে তার শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে শিক্ষার্থীরা রাশিয়ার শিক্ষা ও সংস্কার সম্পর্কে বাস্তব ধারণা পান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং রাশিয়ায় পড়াশোনার সুযোগ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
এনএসইউ’র শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সম্পর্কে আগ্রহ, সংস্কৃতি বিনিময় এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D