সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৫
আমি যতদূর জানি, সাই পল্লবী মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। মোদ্দা কথায় তিনি একজন ডাক্তারও বটে। অভিনেত্রী পরিচয়টা তো আর দেওয়ার অপেক্ষা রাখে না।
শিল্পী মানুষের চিন্তাটাও স্বচ্ছ হওয়া উচিত। শিল্পী যদি বৈষয়িক চিন্তার উপরে না উঠতে পারেন তাহলে শিল্প ধ্বংস হয়। ধ্বংস হয় সমাজও।
আনন্দ বাজার পত্রিকার এক সাক্ষাৎকারে একটি ঘটনা উঠে এসেছে সাই পল্লবীর। সম্ভবত গতবছরে একবার দু-কোটি টাকার একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব নাকচ করেছিলেন দক্ষিণী এই অভিনেত্রী।
সাই বলেন, ‘ওই ধরনের বিজ্ঞাপন করা মানে ভারতীয় নারীকে অপমান করা। যেটা আমি কখনোই করতে পারব না, এটাই ভারতীয়দের রং।’
একজন মানুষের চামড়ার রঙ কালো হতেই পারে, তাই বলে ফর্সা হবার ক্রিম ব্যবহার করার প্রয়োজন নেই বলে মনে করেন পল্লবী। আফ্রিকানদেরও চামড়ার নিজস্ব রঙ আছে। তাই তিনি এই বিজ্ঞাপনটিকে সমর্থন করেননি। টাকার অঙ্ক বড় হলেও তাঁর কাছে আত্মসম্মান সবার ওপরে।
তার কথায়, ‘আমার চাহিদা কম, শুধুমাত্র টাকা উপার্জন করা আমার লক্ষ্য নয়। আমার চারপাশের মানুষ খুশি থাকুক সেটাই আমি চাই। আমি বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে একই টেবিলে খাব, এর থেকে বেশি কিছু আশা করি না।’
সাই পল্লবীর সাথে আমাদের বর্তমান সেলিব্রিটিদের তুলনা করুন। এরা মদ, জুয়া থেকে শুরু করে হেন কোন পণ্য নাই, যেটার বিজ্ঞাপন করেন না। এদের কাছে টাকাটাই সব। সমাজ নিয়ে ভাবার সময় এদের নেই।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D