ইরানের ওপর ইসরাইলী বিমান হামলা ও যুদ্ধ চাপিয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫

ইরানের ওপর ইসরাইলী বিমান হামলা ও যুদ্ধ চাপিয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৫ জুন ২০২৫ : ‘মার্কিন সাম্রাজ্যবাদ ও তার বেপরোয়া মিত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধবাজ দেশ ইসরাইল ইরানের ওপর বিমান হামলাসহ যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

আজ রবিবার (১৫ জুন ২০২৫) দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল এক বিবৃতিতে ইরানে ইসরাইলী হামলার প্রতিবাদ ও নিন্দা জানান।

যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ের সাম্রাজ্যবাদী শক্তি ও তার নেতা ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী বিভিন্ন অজুহাতে পৃথিবীর দেশে দেশে তার যুদ্ধনীতিকে প্রসারিত করছে। ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলকে দিয়ে মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী সংকট সৃষ্টি করে রেখেছে। শুধু তাই নয় মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তীব্র বিভেদ সৃষ্টি করে মার্কিন-ইহুদি লবীর আধিপত্য জারী রাখতে মরিয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে সিরিয়া, লিবিয়া, মিশর, লেবানন, সুদান, ইরাক ধ্বংস করে দিয়েছে। গাজায় ফিলিস্তিনী জনগণের ওপর ইসরাইলী আগ্রাসন-আক্রমণ অব্যহত রেখে সেখানে গণহত্যা পরিচালনা করা হচ্ছে। বিশ্বজনমত ইসরাইলের বিরুদ্ধে থাকলেও মার্কিন সাম্রাজ্যবাদসহ পশ্চিমা শক্তি পাল্টা ইহুদীবাদকেই মদত দিয়ে চলেছে।
ইরানের জনগণ নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজের শক্তি নিয়ে যখন দাঁড়াতে চেষ্টা করছে, ঠিক তখনই মার্কিন-ইহুদি ষড়যন্ত্র ইরানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। একতরফা যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানের রাজনৈতিক সামরিক অগ্রযাত্রাকে রুখতে চেষ্টা করছে। সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ইরানী জনগণের প্রতিরোধকে ওয়ার্কার্স পার্টি সম্মান জানায়। ইসরাইলী বিমান হামলায় ইরানের শ্রেষ্ঠ সন্তানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। যুদ্ধবাদী গুন্ডা রাষ্ট্র ইসরাইলকে এখনই থামতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। অন্যায়ভাবে ইরানের শিশু-নারী, সাধারণ নাগরিকদের ওপর বোমা, মিসাইল হামলা বন্ধ করতে হবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহবায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত ও প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বিশ্বের সকল শান্তিকামী গনতন্ত্রকামী মানুষের প্রতি আহবান জানান। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, মার্কিন সম্রাজ্যবাদ ও ইহুদীবাদী ষড়যন্ত্র প্রতিরোধ করুন ও ইরানের জনগণের পাশে দাঁড়ান।

এ সংক্রান্ত আরও সংবাদ