রেলওয়ের ঐতিহাসিক প্রেসিডেন্ট সেলুন!

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৫

রেলওয়ের ঐতিহাসিক প্রেসিডেন্ট সেলুন!

এলিজা বিনতে এলাহী |

রেলওয়ের ঐতিহাসিক প্রেসিডেন্ট সেলুন…!
সৈয়দপুর রেলওয়ে কারখানা ভ্রমণে দেখবার সৌভাগ্য হয়েছিল। এটি ব্রিটেনের রানীর ব্যবহৃত শত বছরের প্রাচীন একটি স্টেট ক্যারেজ বা প্রেসিডেন্ট সেলুন। মূলত ব্রিটেনের রানী ভারতের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য সেলুনটি ভারতে আনা হয়। এর নম্বর ১২৬৫। স্বাধীনতার পর দেশের অনেক রাষ্ট্রপ্রধান এই প্রেসিডেন্ট সেলুনে ভ্রমন করেছেন। ১৯৮১ সালে সেলুনটি অকেজো হয়ে পড়লে সৈয়দপুর কারখানায় নিয়ে আসা হয়।

সেলুনটির উল্লেখযোগ্য দিক হলো, এটি সম্পূর্ণ কাঠের তৈরি। সেলুনটির ভিতরে আছে প্রেসিডেন্টের শয়ন কক্ষ, তাঁর স্টাফদের জন্য আলাদা দুটি রুম। সেই সময়ের বিলাশ বহুল বাথরুম, বেসিন, লাইট, ফ্যান, সুইচ বোর্ড। একটি কনফারেন্স রুম। কারখানার কর্মকর্তাদের কাছে জেনেছি, সাধারণ কোচে আটটি চাকা থাকলেও, সেলুনটিতে রয়েছে ১২টি চাকা।

এই সেলুনটি ১৯২৭ সালে ব্রিটেনের একটি কারখানায় তৈরি হয়েছিল এবং দেশ বিভাগের পর ১৯৪৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েকে উপহার হিসেবে দেওয়া হয়। এটি মূলত ব্রিটেনের রানী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভ্রমণের জন্য ব্যবহৃত হত। সৈয়দপুর রেলওয়ে কারখানায় দীর্ঘদিন ধরে এটি সংরক্ষিত আছে এবং প্রস্তাবিত রেলওয়ে জাদুঘরে এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ