সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫
📌 ইসরায়েলের বামপন্থী দল ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটি (হাদাশ)-এর ডেপুটি চেয়ারম্যানসহ কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এতে সমতা ও শান্তির লড়াইয়ে নতুন চাপ সৃষ্টি হচ্ছে।
তেল আবিবে বামপন্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশি হামলা আর রাজনৈতিক গ্রেফতারের নিন্দা জানাচ্ছি।
ইসরায়েলি পুলিশ গত রোববার (১৫ জুন ২০২৫) তেল আবিবে যুদ্ধবিরোধী এক শান্তিপূর্ণ ও বৈধ সমাবেশে হিংসাত্মকভাবে হামলা চালিয়ে বেশ কিছু প্রতিবাদীকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হাদাশ পার্টির ডেপুটি চেয়ারম্যান ও আইনজীবী নোয়া লেভি, ব্যাংক কর্মী ইতামার গ্রিনবার্গ সহ আরও এক কর্মী।
প্রতিবাদের মূল দাবিসমূহ:
– গাজায় গণহত্যার অবসান।
– ইরানে যুদ্ধবিরতি।
– সকল পক্ষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক শান্তিচুক্তি।
– এমন রাজনৈতিক সমাধান যা সকল জাতির শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।
হাদাশের তীব্র প্রতিক্রিয়া:
ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটি (হাদাশ) এই গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলে “এটি নেতানিয়াহু ও বেন-গভীরের রক্তাক্ত নীতির বিরোধিতা করার অপরাধে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর রাজনৈতিক দমন-পীড়ন। পুলিশ আইনের বাহন নয়, বেন-গভীরের সশস্ত্র বাহিনীতে পরিণত হয়েছে।”
হাদাশ জানাচ্ছে-
– গ্রেফতারের মাধ্যমে সরকার সমালোচনামূলক কণ্ঠস্বর স্তব্ধ করতে চাইছে।
– যুদ্ধবিরোধীদের গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা করছে।
– ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে হাদাশের সংগ্রাম অব্যাহত থাকবে।
হাদাশের দাবি:
১. সকল গ্রেফতারকৃতের তাৎক্ষণিক মুক্তি।
২. প্রতিবাদের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান।
৩. যুদ্ধ, উসকানি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জোরদার।
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে গত কয়েক মাসে এ ধরনের বহু প্রতিবাদ পুলিশি বাধার সম্মুখীন হয়েছে, শান্তিকামী ইহুদি-আরব এক্টিভিস্টরা। মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যে এই ঘটনাকে “গণতন্ত্রের জন্য অন্ধকার দিন” হিসেবে আখ্যা দিয়েছে।
হাদাশের পরবর্তী পদক্ষেপ:
হাদাশ আগামী ২৪ ঘণ্টায় দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে এবং আদালতে গ্রেফতারকৃতদের পক্ষে আইনি লড়াই চালাবে বলে জানিয়েছে।
#
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D