সুবিধাবঞ্চিত শিশু ও জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সুরক্ষাকল্পে ঢাকায় মিডিয়া পরামর্শসভা আজ

প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫

সুবিধাবঞ্চিত শিশু ও জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সুরক্ষাকল্পে ঢাকায় মিডিয়া পরামর্শসভা আজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ জুন ২০২৫ : সুবিধাবঞ্চিত শিশু ও জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সুরক্ষাকল্পে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি, সহজীকরণ ও প্রাপ্তি নিশ্চিত করার জন্য ঢাকায় মিডিয়া পরামর্শ সভা অনুষ্ঠিত হচ্ছে আজ।

বাংলাদেশের শহরাঞ্চলে সুবিধাবঞ্চিত শিশু ও জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুর অধিকাংশই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে—দারিদ্র্য, অপুষ্টি, নিরক্ষরতা, সহিংসতা ও অবহেলার শিকার হয়ে। তাদের পুনর্বাসন ও অধিকার সুরক্ষায় কারিতাস বাংলাদেশ দিবা ও রাত্রিকালীন আশ্রয়কেন্দ্র পরিচালনা করছে, যেখানে শিশুদের নিরাপদ আশ্রয়, পুষ্টিকর খাবার, চিকিৎসা, শিক্ষা ও মানসিক সহায়তা প্রদান করা হয়। তবে এসব প্রচেষ্টা আরও কার্যকর ও টেকসই করতে হলে নীতিনির্ধারক, পরিবার, সেবাদানকারী সংস্থা ও গণমাধ্যমসহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

এই প্রেক্ষাপটে, পথশিশু ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সুরক্ষা নিশ্চিতে কারিতাস বাংলাদেশ এক মিডিয়া পরামর্শ সভার করেছে। সংবাদ সম্মেলনে সংস্থার পক্ষ থেকে একটি সমীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, যেখানে পথশিশু ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে তথ্য তুলে ধরা হবে।

মিডিয়া পরামর্শ সভার বিস্তারিত:

তারিখ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫।
সময়: বেলা ১১:৩০টা।
স্থান: শফিকুল কবির অডিটোরিয়াম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), সেগুনবাগিচা, ঢাকা

 

এ সংক্রান্ত আরও সংবাদ