সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
স্থানীয়, জাতীয় আর আন্তর্জাতিক অঙ্গনের
অনেক ঘটনা ঘাটাঘাটি করা আমার অবস্থান
থেকে অসম্ভব। আর মানুষ হিসেবে যেহেতু
আমি নিজেও ভুলত্রুটি লোভলালসার উর্দ্ধে না,
সেহেতু সহজে কিছুর সমালোচনা করা বেমানান।
তবুও সপ্তাহের সুরতহালে কয়েকটি বিষয়ে কিছু
কচলাকচলি করলাম। ভালো লাগলে জানাবেন।
০১। ওয়াক থু >
মধু মাসের শিডিউল শেষ হলেও আম, আনারস,
কাঁঠাল সহ সকল সুমিষ্ট ও রসালো ফলে এখনও
বাজার ভরপুর। জাম, জামরুল, আতাফল, বেল,
তরমুজ, পেয়ারা, কলা, কমলার মতো ডজন ডজন
দেশী ফল থাকলেও ভিনদেশী বা বিজাতীয় ড্রাগন
ফল কেন এত জনপ্রিয় তা ভাই আমার মাথায় ধরে না। ২৫০-৩৫০৳ কেজি দরে দেদারসে বিক্রি হচ্ছে ড্রাগন ফল।
সস্তা ও সহজলভ্য সুস্বাদু ও সুমিষ্ট দেশী ফলের বদলে
কেন ওয়াক থু স্বাদের ড্রাগন ফল এত জনপ্রিয় জানাবেন।
০২। পোল্ট্রি বা ব্রয়লার খাসি > ফিশারির ইলিশ >
বেশি দামের জন্য খাসির মাংস আর খাওয়া হয় না।
বিয়ে বা বিভিন্ন দাওয়াত নিমন্ত্রণে খাওয়া। খাসি খয়রাতি খাওয়া গেলেও ইলিশ মাছ তো উপরি উদরস্থ করা যায় না।
তাই ভাবি কম দামে যদি খাসি কিংবা ইলিশ পাওয়া যেতো।
মোরগ-মুরগি দেশী দামীর পাশাপাশি সস্তা দামে যেমন
পোল্ট্রি, ব্রয়লার, সোনালি, লেয়ার, ক্রস, ক্রক, পাকিস্তানি পাওয়া যায়; তেমন পোল্ট্রি খাসি কিংবা ফিশারির ইলিশ কি কোথাও পাওয়া যায়? পাওয়া গেলে জানাবেন।
০৩। ইংলিশ মিডিয়াম >
ভাইরাল হওয়া নিউজে দেখলাম ইংলিশ মিডিয়ামে
পড়া এক বালিকা তাঁর মা-বাবার বিরুদ্ধে আদালতে
মামলা করেছে। মহামান্য আদালত আর বিজ্ঞ আইনজীবী মামলা সম্পর্কে কি বলেছেন তা জানিনা। তবে বড় চশমার
চশমিশ বালিকার ইংরেজিতে বাচালের মতো বাড়তি
বকবক করাকে আপনি কিভাবে দেখেন জানাবেন।
০৪। শাসন > নিয়ন্ত্রণ
আমার ছেলে মহানের স্কুলে এক ছাত্র ও তাঁর
অভিভাবক নাকি প্রায় চল্লিশজন ছাত্রের নামে
নালিশের পরে মামলার মতো বিষয়ে ভেবেছিলেন।
যাইহোক অভিভাবক আর স্কুল কর্তৃপক্ষসহ সুন্দর
মিটমাট হয়েছে। প্রকৃত ঘটনা জানিনা, জানতেও
চাইনি ছেলের কাছ থেকে। শুধু বলেছি কোন ঝামেলায়
যেন তোমাকে দেখি না। কারন ছাত্রজীবনে দেখেছি
কোথাও কোন ঝামেলায় গেলে মা বাবা কোন কথাই
শুনতেন না। শাসন করতেন, ধমক দিতেন।
মাঝেমধ্যে দুর্মুজও দিতেন। প্রকৃতপক্ষে পিতামাতার
প্রধান কর্তব্য নিজ সন্তানকে শাসন নিয়ন্ত্রণ করা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি