সিলেট ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
প্রতিবেদক | হাভানা (কিউবা), ০৩ জুলাই ২০২৫ : কমরেড ফিদেল কাস্ত্রো যা করে গেলেন,….
প্রতিটি কিউবার নাগরিকের এক মাসের রেশন-
১০ কেজি চাল
৬ কেজি সাদা চিনি
২ কেজি লাল চিনি
২৫০ মিলি রান্নার তেল
১২-টি ডিম
১-প্যাকেট কফি
৬-কেজি মাংস
এছাড়া-
প্রতিদিন একটি করে বড় রুটি
প্রতি তিন মাসে এক ব্যাগ লবণ
এর বাইরে-
গর্ভবতী মহিলা এবং ৭ বছর বয়সের নিচের শিশুদের জন্য প্রতিদিন এক বোতল দুধ। অসুস্থ রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাদ্য বরাদ্দ করা হয়।
এটা দেশের প্রতিটা নাগরিককে প্রদান করা হয়। ধনী-গরীব, বড়লোক- ছোটলোক, নেতা-চামচা সবাইকে। এর বাইরে আমাদের মত নরমাল বাজারঘাট তো আছেই। যে যার মত জিনিষপত্র কিনছে নিজের সামর্থ্য অনুযায়ী। তবে এই রেশন সবার জন্য।
গোটা মাসের রেশনের জন্য নাগরিককে দিতে হয় কত টাকা জানেন? বিশ্বাস করতে পারবেন না শুনলে- মাসে দুই ডলারেও কিছু কম।!!! অর্থাৎ যদি আপনি কিউবার নাগরিক হন তাহলে- প্রতি মাসে খেয়ে-পরে থাকার জন্য আপনাকে কিউবায় খরচ করতে হয় মাত্র ১৫০ টাকা। হ্যা… এটা এক মাসের খরচ।
কিউবায় মানুষ না খেয়ে মারা যায় না বিপ্লবের পর থেকে…
কিউবার মানুষ চিকিৎসার অভাবে মারা যায় না বিপ্লবের পর থেকে…
একজন মানুষ হিসেবে ফিদেলের আর কি কিছু পাওয়ার বাকি আছে?
(তথ্যগুলি যাচাই করে নেবেন)
#
( সংগৃহীত)
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D