তারা কি বুঝবে একজন পরিপূর্ণ নারী বিপাশার সৌন্দর্য!

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

তারা কি বুঝবে একজন পরিপূর্ণ নারী বিপাশার সৌন্দর্য!

Manual4 Ad Code

মিলি সুলতানা |

জয়ার সেক্স অ্যাপিল দেখে যাদের অর্গাজম হয় তারা কি বুঝবে একজন পরিপূর্ণ নারী বিপাশার সৌন্দর্য?

যদিও কিছুদিন আগের ঘটনা। আমার অত্যন্ত প্রিয় অভিনয় তারকা বিপাশা হায়াতের সাথে জয়া আহসানের একটা রিডিকুলাস কম্পেয়ার করা হয়েছিল। দু’জনের বয়স বলতে গেলে একই। কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখলাম বিপাশা -জয়ার গ্ল্যামার রূপ নিয়ে ছোটলোকিপনা করা হয়েছে। এই তুলনা সর্বপ্রথম কে করেছে আমি জানিনা। তবে আমি মনে করি নির্ঘাত কনডম ইনসিডেন্সেই তার জন্ম হয়েছে।এটা না হলে সেই ব্যক্তি বিপাশা হায়াতের সাথে জয়া আহসানের তুলনা করতেই পারতো না।

আমি বিষয়টা ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছি। কিন্তু মাথা থেকে ফেলতে পারিনি। যখন আমাদের কয়েকজন সম্মানিত নাট্যব্যক্তিত্ব আমাকে ব্যক্তিগতভাবে নক করে তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাই দু’কলম লিখার তাগিদেই আজকের এই লেখা। প্রথমেই আপনাকে দেখতে হবে বিপাশা হায়াত কার কন্যা? বর্ষীয়ান গুণী নাট্যজন শ্রদ্ধেয় আবুল হায়াতের সুযোগ্যা বড়কন্যা বিপাশা। তাঁর ছোটকন্যা নাতাশা।

Manual6 Ad Code

বিপাশার বিপুল জনপ্রিয়তা নিয়ে এই ছোট্ট পরিসরে বলা মুশকিল। তিনি কোথাও গেলে তাঁকে শুধু একনজর দেখার জন্য ভীড় জমে যেত। একবার আমি ঢাকার বেইলি রোড দিয়ে যাচ্ছিলাম। দেখলাম অসম্ভব ভীড়। একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম বিপাশা হায়াত বেইলি রোডে এসেছেন শাড়ি কিনতে। বিপাশা যেখানেই যেতেন শত শত লোকের ভীড় জমে যেত তাঁকে দেখার জন্য। অসামান্য খ্যাতির অধিকারী হয়েও তিনি ছিলেন নরম বিনয়ী মিষ্টভাষী। এর অন্যতম কারণ আবুল হায়াত আর শিরীন হায়াত দম্পতি তাঁদের মেয়েকে সেভাবেই সংস্কার দিয়েছেন। বিপাশা যে পরিবেশে বড় হয়েছেন জয়া আহসান তেমন পরিবেশ পাননি।

জয়ার মায়ের বেমানান অস্বস্তিকর সাজসজ্জা দেখলে তার প্রমাণ পাওয়া যায়। মেয়ের চেয়ে তিনিই বেশি মুখিয়ে থাকেন সাংবাদিকদের ক্লিক ক্লিকের জন্য। উনার হাবভাবে মনে হয় মেয়ের মত উনিও হেব্বি সেলিব্রেটি। কিন্তু কে উনাকে বুঝাবে এগুলো তার ব্যক্তিত্বের সৌন্দর্যহানি করে!! জয়া আহসান বোটক্সের উপরে টিকে আছেন। আমরা দেখছি বিখ্যাত হওয়ার জন্য তাকে শরীর প্রদর্শন করতে হয়। নাভির পাঁচ ইঞ্চি নিচে পেটিকোট/ড্রেস পরতে হয়। এমনটা কি বিপাশাকে করতে হয়নি। তিনি শালীনতার মধ্যে বড় তারকা হয়েছেন।

Manual7 Ad Code

“বিপাশার মাথার চুল সাদা। আর প্রায় একই বয়সে জয়া কত চকচকে”!!–শুধু এই বিশ্লেষণে তুষ্ট কনডম দুর্ঘটনায় ভূমিষ্ট প্রাণীরা। মুর্খের দল জানেনা একজন পরিপূর্ণ নারীর সংজ্ঞা। সাদা চুল, মুখে বয়সের ছাপ পড়া বিপাশা আজো লাখো হৃদয়ে বাস করছেন। মেয়েরা যখন মা হয় তখন তার সৌন্দর্য ঠিকরে ঠিকরে পড়ে। শোনা যায় জয়া মা হবার ভয়ে ফয়সালকে ডিভোর্স দিয়েছেন। জয়ার সেক্স অ্যাপিল দেখে যাদের অর্গাজম হয় তারা কি বুঝবে একজন পরিপূর্ণ নারী বিপাশার সৌন্দর্য?

Manual8 Ad Code

#
মিলি সুলতানা
লেখক ও চলচ্চিত্র বিশ্লেষক।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code