সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫
বই রিভিউ প্রতিবেদক | ঢাকা, ২৬ আগস্ট ২০২৫ : আবু দায়েনের লেখা গ্রন্থ ‘বাংলাদেশের নদী-অভিধান’ বেরিয়েছে। আপনার কপি সংগ্রহ করুন।
পদ্মা-মেঘনা-যমুনা- ব্রহ্মপুত্র-বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা-মধুমতি-ঘাগট-তিস্তা-আগুনমুখো-বলেশ্বর-ধানসিঁড়ি – বিচিত্র নামের অসংখ্য নদ-নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব নদীর সঙ্গে কূলবিধৌত মানুষের নিবিড় সম্পর্ক।
মানুষের সুখ-দুঃখ, ভাগ্য-দুর্ভাগ্যের সক্রিয় উপাদান এসব নদী। সুখ-দুঃখ বা ভাগ্যের চড়াই-উৎড়াই-সূত্রে নদীকে নিয়ে মানুষের বিচিত্র সব কথা। জীবনের অপরিহার্য উপাদান জলের উৎস-সূত্রে নদীর ওপর মানুষ অসীম নির্ভরশীল। সে নির্ভশীলতা-সূত্রে নদী তাদের আপনজন।
সাধারণ মানুষের বিশ্বাসে নদী কেবল জলপ্রবাহের ভৌগোলিক ধারা নয়। বরং তাদের জীবনের অনুষঙ্গী সৃষ্টিকর্তাপ্রদত্ত এক জীবন্ত সত্তা।
দুঃখজনক হলেও সত্যি যে, বাংলাদেশ নদীমাতৃক হলেও নদ-নদীর সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না।তবে সাম্প্রতিককালে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নদী সম্পর্কিত বেশ কিছু তথ্য-উপাত্ত-পরিসংখ্যান প্রকাশ করেছে,যা আশাব্যঞ্জক।
প্রকাশিত তথ্য থেকে জানা যায়, দৈর্ঘ্য, ও গভীরতায় দেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। এ নদীর মোট দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, ভৈরবের কাছে প্রস্থ দেড় কিলোমিটার ও গভীরতা ২৫ মিটার। চাঁদপুরের কাছে প্রস্থ ১৩ কিলোমিটার, গভীরতা ২৭ মিটার। সে জরিপে দেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার গোবরা। দৈর্ঘ্য মাত্র ৪ কিলোমিটার, প্রস্থ ১৫ মিটার। পলি জমে এ নদীর গভীরতা হ্রাস পেয়ে ৩০ সেন্টিমিটারে উপনীত হয়েছে।
অবশ্য সর্বশেষ জরিপে আরও ছোট নদীর অস্তিত্ব পাওয়া গেছে। যেমন, সুনামগঞ্জ সদরের জালু নদী, যার দৈর্ঘ্য মাত্র ১ কিলোমিটার।
এই জরিপে ১ কিলোমিটারের কম বেশকিছু জলপ্রবাহের পরিচয়ও নির্দিষ্ট করা হয়েছে।
এসব জলপ্রবাহকে অনেকে নদী বলতে চান না , খাল বা ভাড়ানি হিসেবে এসবের পরিচয়।
তবে, পরিচয় যাই থাকুক, প্রবাহিত জলপ্রবাহই মুখ্য।
বাংলাদেশের নদ- নদীর উৎপত্তি, গতিপথ, নামকরণে অন্যবিধ তথ্য, অববাহিকা ও সন্নিহিত অঞ্চলের ঐতিহ্যিক অনুষঙ্গ, সামাজিক-রাজনৈতিক ও পরিবেশ-সংক্রান্ত বিবেচনায় নদীর গুরুত্ব ইত্যাদি বাংলাদেশ নদী অভিধান- এ সন্নিবেশিত হয়েছে, যা এ যাবৎকালে বাংলাদেশের নদ-নদীর সর্বোচ্চ সংখ্যক বিবরণ।
মূল্য: ২৫% ছাড়ে ৭৩৫ টাকা।
বইগুলো সংগ্রহ করতে ভিজিট করুন: t.ly/JQo9C
সরাসরি কল করুন: 01810061533
02226640179
mowlabrothers.com
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি