ফুলবাড়ি গণঅভ্যুত্থান

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

ফুলবাড়ি গণঅভ্যুত্থান

Manual4 Ad Code

মহিউদ্দীন মহিম |

মানুষের জীবনে
প্রকৃতি প্রতিবেশে
বেঁচে থাকার
টিকে থাকার জন্যে
করতে হয় লড়াই সংগ্রাম,
করতে হয়
সমাজ পরিবর্তন
পুরাতন সমাজ ভেঙ্গে
নতুন সমাজ গঠন
তা হয়-
বিজ্ঞানভিত্তিক দ্বান্দ্বিক নিয়মে।

Manual1 Ad Code

বস্তুর পরিমাণগত পরিবর্তন ও
গুণগত পরিবর্তনে
নব নব সমস্যার
নব নব সমাধানে-
গণসচেতনা, শ্রেণীচেতনায়
গড়তে হয়
শ্রেণিভিত্তিক সংগঠন,
সৃষ্টি হয় নেতৃত্ব,
শ্রেণিশোষণ লুণ্ঠন নিপীড়নে সৃষ্ট-
গণরোষ গণজমায়েত
বাস্তবভিত্তিক রণনীতি ও
রণকৌশল নির্ধারণ-
এরমধ্য দিয়েই
গণআন্দোলন গণচেতনা বৃদ্ধি,
সৃষ্টি হয়-
গণজাগরণ, গণঅভ্যুত্থান,
ফুলবাড়ি গণঅভ্যুত্থান
তারই ইঙ্গিত দিয়ে যায়।

বাংলাদেশের অর্থ- রাজনৈতিক
সমাজ- সাংস্কৃতিক প্রেক্ষাপটে,
শ্রমিক-কৃষক,
গণমানুষের ন্যায্য পাওনা আদায়ে,
শোষণ নিপীড়ন বিরোধী শ্রমিক কৃষক
শ্রমজীবী মানুষের সংগ্রামী চেতনায়-
গণআন্দোলন গণজাগরণ
গণঅভ্যুত্থানের ধরণ কেমন হবে?

ফুলবাড়ি গণঅভ্যুত্থান থেকে
আমরা পাঠ নিতে পারি।

তা থেকে সমাজ পরিবর্তনের
কৌশলগত দিশা পেতে পারি।

সাম্রাজ্যবাদী-লুটেরা পুঁজিবাদী,
জাতীয়-আন্তর্জাতিক
লুটেরা ধনিক সিণ্ডিকেট ও
বহুজাতিক কোম্পানির দ্বারা
উন্নয়নশীল বাংলাদেশে
নয়া-উপনিবেশিক শোষণ
এর বিরুদ্ধে
গণসংগ্রামের দৃশ্যমান রূপ হলো-
ফুলবাড়ি গণঅভ্যুত্থান।

২৬ আগষ্ট- ফুলবাড়ি গণঅভ্যুত্থান দিবস।

ফুলবাড়ি কয়লাখনির উন্মুক্ত পদ্ধতিতে
কয়লা উত্তোলন ও
৬% রয়েলটির প্রতিবাদে
২০০৬ সালের ২৬ আগস্ট-এই দিনে
ফুলবাড়ির মেহনতি মানুষ
তীব্র আন্দোলন গড়ে তোলে।

১৯৯৪ সালে ফুলবাড়ি কয়লাখনির
কয়লা উত্তোলন নিয়ে বিএনপি সরকার
অস্ট্রেলিয়ার বি এইচ পি কোম্পানির সাথে
অনুসন্ধান চুক্তি করে।

Manual5 Ad Code

বি এইচ পি কোম্পানি ১৯৯৭ সালে
তাদের লিজিং লাইসেন্স -ব্রিটিশ কোম্পানি-
এশিয়া এনার্জির নিকট বিক্রয় করে দেয়।

তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।

১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের সথে
এশিয়া এনার্জির চুক্তি হয়।

২০০৫ সালে এশিয়া এনার্জি তাদের
অনুসন্ধান রিপোট সরকারের নিকট পেশ করে।

এই রিপোর্ট কার্যকর হলে –
এশিয়া এনার্জি ৩০ বছরের জন্য
উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়িতে
কয়লা খনন করতে পারতো,
রপ্তানি ও বিক্রয় করার পূর্ণ ক্ষমতা পেত এবং
এর পূর্ণ মালিক হতো এশিয়া এনার্জি।

বিনিময়ে ৬% রয়েলটি পেত বাংলাদেশ।

৬% রয়েলটি বাংলাদেশকে দিয়ে
সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানি-
এশিয়া এনার্জি,
তাদের দেশি-বিদেশি সহযোগী ও
দালালেরা –
আর বাকি সবই
আত্মসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

Manual7 Ad Code

কয়লা উত্তোলনের এজাতীয় চুক্তি-
সাম্রাজ্যবাদী ও লুটেরা পুঁজিবাদীদের স্বার্থে রচিত
মাইনিং অ্যাক্ট – যে অ্যাক্টে
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে ৬%,
সুরঙ্গ পদ্ধতিতে ৫% –
কয়লাখনির মালিক দেশকে দিয়ে,
বাকি সব কোম্পানি আত্মসাৎ করবে এবং
কোম্পানিকে চিরস্থায়ী লীজ দেয়ার শর্ত
মাইনিং অ্যাক্ট এর ধারায় বলবত ছিল।

১৯৮৯ সালে এ-অ্যাক্ট সংশোধন করে
রয়েলটি ২০% করা হয়।

১৯৯৯ সালে বাংলাদেশ সরকার –
এশিয়া এনার্জির স্বার্থেই রয়েলটি কমায়ে
পুনরায় উন্মুক্ত পদ্ধতিতে ৬% করে।

উন্মুক্ত পদ্ধতিতে –
ফুলবাড়ি খনিতে কয়লা উত্তোলন হতে যাচ্ছে,
এ অবস্থার প্রেক্ষিতে –
২০০৫ সালে ফুলবাড়ি রক্ষা কমিটি গঠন হয়।

পরবর্তিতে তেল – গ্যাস – খনিজসম্পদ ও
জাতীয় কমিটি ফুলবাড়ি কয়লাখনিতে
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে
আন্দোলন শুরু করে।

২০০৬ সালে ২৬ আগস্ট আন্দোলনকারীরা
এশিয়া এনার্জি ঘেরাও কর্মসূচি-
পালন করার জন্য এক সমাবেশ করে।

প্রায় ৫০ হাজার মেহনতি মানুষ
উক্ত সমাবেশে উপস্থিত হয়।

আন্দোলনকারীরা প্রথমে-
এশিয়া এনার্জি অফিস আক্রমণ করেনি।

আন্দোলনরত জনতাকে-
সাবেক বিডিআর ( বিজিবি) বাহিনি গুলি করে-
৬ জন আন্দোলনকারীকে হত্যা করে।

অনেকেই আহত হন।

সাম্রাজ্যবাদী কোম্পানি-
এশিয়া এনার্জির বিরুদ্ধে
এই আন্দোলন ছিল শোষিত
নিপীড়িত মেহনতি মানুষের ন্যায্য দাবি আদায়ের লড়াই সংগ্রাম,
গণমানুষের বিদ্রোহ-গণঅভ্যুত্থান।

শ্রমজীবী-
গণমানুষের গণঅভ্যুত্থান কেমন হয়
ফুলবাড়ি আন্দোলনের চিত্র দেখলেই
ফুলবাড়ির আন্দোলনের ইতিহাস –
পর্যালোচনা করলেই তা বুঝা যায়।

শাসক, শোষক, লুণ্ঠনকারীদের
দমন পীড়ন শোষণের লুটেরা কাঠামো
মেহনতি মানুষের বিদ্রোহের জোয়ারে যে
ভেঙ্গে যায়,
ভেসে যায়,
কমিউনিস্ট- বামদের নেতৃত্বে
ফুলবাড়ি শ্রমজীবী মানুষের আন্দোলন,
গণঅভ্যুত্থানই উৎকৃষ্ট প্রমাণ।

পরবর্তী দিন ২৭ আগস্ট –
যেন ফুলবাড়িতে শ্রমজীবী মানুষের
রাজ কায়েম হয়েছিল।

হাজার হাজার মেহনতি মানুষ রাস্তায় নেমে
দিনভর চালিয়েছিল মিছিল মিটিং হরতাল।

এবার মেহনতি জনতা আক্রমণ করলো
এশিয়া এনার্জির অফিস,
ভাংচুর করলো লুটেরাদের দালানকোঠা,
যা ছিল – শ্রমজীবী,
গণমানুষের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন।

২৬ থেকে ৩০ আগষ্ট – ২০০৬
মিছিল মিটিং লড়াই সংগ্রাম-
তা পরিনত হলো
গণবিদ্রোহ, গণজাগরণ, গণঅভ্যুত্থানে।
বাংলাদেশে সাম্রাজ্যবাদ, লুটেরা পুঁজিবাদীদের
শোষণ, লুণ্ঠন, নিপীড়ন কখনো কমছেনা,
নানা রূপে, বিভিন্ন পন্থায়
সাম্রাজ্যবাদী, লুটেরা পুঁজিপতি,
লুটেরা ধনিকগুষ্ঠি তা
প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে।

এতে মাঝেমাঝে মেহনতি মানুষের আন্দোলনও
বহুমাত্রিক রূপ নিচ্ছে।

স্ফুলিঙ্গের ফুলকি মাঝেমাঝে
ফুলবাড়ি আন্দোলনের মত দাবানল সৃষ্টি করে গণঅভ্যুত্থানের ইঙ্গিত দিচ্ছে।

ফুলবাড়ি গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে
দেশ ব্যাপি – যদি
কমিউনিস্ট-বাম,
শ্রমিক-কৃষক,
মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়,
শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা যায়,
এজাতীয় আন্দোলনে ভূমিকা রাখা যায়,
নেতৃত্ব দেওয়া যায়,
তাহলে একটি স্ফূলিঙ্গই
দাবানলের সৃষ্টি করতে পারে।

ফুলবাড়ি আন্দোলনে
পুঁজিবাদী-সাম্রাজ্যবাদের দালাল লুটেরাগুষ্ঠি
কখনো দেশ-
জনগণের স্বার্থে ভূমিকা রাখেনি।

Manual3 Ad Code

বরং তারা সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানির
দালালী-ই করেছে।

ফুলবাড়ি আন্দোলনে-
ভূমিকা রেখেছিল শ্রমজীবী জনতা,
মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিল- কমিউনিস্ট-বাম-প্রগতিশীলরা।

ফুলবাড়ি আন্দোলন-
গণঅভ্যুত্থানে
জীবন দেয়া, সফল হওয়া,
এই ইতিহাস, শিক্ষা মুছে যাবার নয়।
এর প্রভাব সুদূরপ্রসারী।

এর ইতিবাচক দিক-
ফুলবাড়ি গণঅভ্যুত্থান
আগামীর আন্দোলনে মেহনতি মানুষকে
উজ্জীবিত করবে, প্রেরণা যোগাবে।

যেভাবে মেহনতি মানুষ, ছাত্র, যুবক,
নারীদের আন্দোলন দিনদিন বাড়ছে,
তীব্র আকার ধারন করেছে,
সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানি ও
লুটেরা ধনিকগুষ্ঠি বিরোধী রাজনীতিতে
ফুলবাড়ি গণঅভ্যুত্থান
এক উল্লেখযোগ্য সংযোজন।

ফুলবড়ি গণঅভ্যুত্থান প্রমাণ করে যে,
শ্রমিক, কৃষক, নারী, যুবক,ছাত্র,
মেহনতি মানুষের আন্দোলনে যদি
দেশপ্রেমিক প্রগতিবাদী-
কমিউনিস্ট,বামরা
জোটবদ্ধ, ঐক্যবদ্ধ হয়ে অংশ নেয়,
হাল ধরে, নেতৃত্ব দেয়,
পার্টিগত ও জোটগত ভাবে
সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে,
সুনির্দিষ্ট কর্মসূচী ভিত্তিক সংগ্রাম –
গণআন্দোলনে পরিণত করতে পারে,
তখন তা রূপ নিতে পারে গণজাগরণ, গণঅভ্যুত্থানে।

বিশ্বে- দেশে দেশে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী
লুটেরা ধনিক শ্রেণী আজ দিশেহারা,
আজ পুঁজিবাদের সংকট
তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

পুঁজিবাদী সাম্রাজ্যবাদীরা
আর শ্রমিক কৃষক
শ্রমজীবী মানুষকে
সামাজিক সুরক্ষা দিতে পারছেনা।

শ্রমিক কৃষক শ্রমজীবী মানুষের
খাদ্য,শিক্ষা, চিকিৎসা,
বাসস্থানের নিশ্চয়তা দিতে পারছেনা।

ব্যক্তি স্বার্থ- লুটেরা ধনিক শ্রেণীর
শোষণ লুণ্ঠন নিপীড়নের মাত্রা
দিনদিন বাড়াতে গিয়ে
শ্রমিক, কৃষক,
শ্রমজীবী মানুষের মৌলিক সমস্যার
আর সমাধান আর হচ্ছেনা।

আজ বিশ্বে সাম্রাজ্যবাদী,
লুটেরা পুঁজিবাদী শাসনব্যবস্থার
বিকল্প হিসাবে দৃশ্যমাণ-
কমিউনিস্ট পার্টি শাসিত
শ্রমজীবী গণবান্ধবযুক্ত
মেহনতি মানুষের উপযোগী গণতান্ত্রিক ব্যবস্থা-
জাতীয় গণতান্ত্রিক-
জনগণতান্ত্রিক বা নয়া গণতান্ত্রিক,
সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা।

সময় আসছে-
মতাদর্শিক ঐক্যকে প্রধান্য দিয়ে
কমিউনিস্টদের ঐক্যবদ্ধ হওয়ার,
সময় আসছে –
কমিউনিস্ট-বাম শ্রমজীবীরা
জোটবদ্ধ হওয়ার,
সময় আসছে-
লুটেরা বুর্জোয়াতন্ত্রকে
ধাক্কা মেরে ফেলে দেয়ার,
সময় আসছে
সাম্রাজ্যবাদী লুটেরা-
বুর্জোয়াতন্ত্র বিদায় দেয়ার।

পরিশেষে ফুলবাড়ি গণঅভ্যুত্থানে
বীর শহীদ,আহত, নির্যাতিত মেহনতি মানুষ,
যে সকল কমিউনিস্ট-বাম,
প্রগতিবাদীরা অংশ নিয়েছিলেন,
তাঁদের জানাই বিনম্র শ্রদ্ধা ও লাল সালাম।

২৫ আগস্ট ২০২৫ ইং।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code