ফুলবাড়ী গণঅভ্যুত্থান

প্রকাশিত: ৩:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫

ফুলবাড়ী গণঅভ্যুত্থান

Manual3 Ad Code

সৈয়দ আমিরুজ্জামান |

ফুলবাড়ির মাটি জ্বলে উঠে,
রক্তে ভিজে ওঠে পথ—
মেহনতি মানুষের হাহাকার
শোনে না সাম্রাজ্যের শঠ।

Manual7 Ad Code

ছয় শতাংশ রয়েলটির নামে
লুটেরার দল গড়েছিল ফাঁদ,
মেহনতি মানুষ ভাঙল সে বাঁধন,
তাদের কণ্ঠে বিদ্রোহের সাধ।

২৬ আগস্ট রক্ত ঝরেছিল,
ছয় জন প্রাণ দিল অকাতরে,
গণঅভ্যুত্থান দাবানল হয়ে
জ্বলে উঠেছিল মেহনতের ঘরে।

এশিয়া এনার্জি, ধনিক দালাল
লুটেরার আস্তানা কেঁপে ওঠে,
কৃষক-শ্রমিক, নারী-যুবকের
মিছিল গর্জে ওঠে রাস্তায় তাতে।

গণচেতনার ঢেউয়ে ভেসে যায়
শোষক শাসকের প্রতিটি বাঁধ,
ফুলবাড়ির রক্তে লেখা হলো—
ন্যায়ের সংগ্রাম অটল সাধ।

Manual4 Ad Code

আজও সে দিনের শপথ বুকে,
শ্রমজীবীর দীপ্ত শপথ গান—
একটি স্ফুলিঙ্গ দাবানল হয়ে
জ্বালাবে নতুন অভ্যুত্থান।

Manual6 Ad Code

✦ লাল সালাম ফুলবাড়িকে,
শহীদদের রক্তের অঙ্গীকার—
মেহনতি মানুষের মুক্তির পথে
জাগুক অগ্নি বিদ্রোহ আবার।

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code