মজুরি বৈষম্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫

মজুরি বৈষম্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ সেপ্টেম্বর ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে কর্মরত অস্থায়ী শ্রমিকরা মজুরি বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

Manual8 Ad Code

সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার খেজুরীছড়া চা বাগানের কারখানা প্রাঙ্গণে খেজুরীছড়া ও ফুসকুড়ি চা বাগানের শতাধিক অস্থায়ী শ্রমিক একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অংশ নেন। এসময় তারা স্থায়ী শ্রমিকদের সমান মজুরি প্রদানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে নেতৃবৃন্দ জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারী অস্থায়ী চা শ্রমিকরা অভিযোগ করে বলেন, “আমরা স্থায়ী শ্রমিকদের মতো একইভাবে কাজ করি। অথচ স্থায়ী শ্রমিকরা দৈনিক ১৮৭ টাকা মজুরি পেলেও আমাদের দেয়া হয় মাত্র ১২০ টাকা। অনেক সময় নিয়মিত কাজেও নেওয়া হয় না। রেশনসহ আইনগত অন্যান্য সুযোগ-সুবিধাও আমরা পাই না। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ বহন তো দূরের কথা, ১২০ টাকায় সংসার চালানো সম্ভব হয় না। মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করা তো স্বপ্নবিলাস মাত্র। এ নিয়ে অভিযোগ করাও বিপদ, আর স্থায়ী করা হয় না।”

মজুরি বৈষম্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের বিক্ষোভ আন্দোলন সম্পর্কে জানতে চাওয়া হলে মজুরি বৈষম্য নিরসনের দাবীটি প্রাসঙ্গিক ও যৌক্তিক উল্লেখ করে এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দা ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “আলাপ আলোচনার মাধ্যমে চা শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনযাপন উপযোগী যৌক্তিক মজুরি নির্ধারণ করুন। এ নিয়ে কোনো তালবাহানা ও গড়িমসি গ্রহণযোগ্য না। শ্রমিকরা কারো দয়া চায় না। তারা দৈনিক ৮ ঘন্টা শ্রম দিয়ে অর্থনীতিতে যে মূল্য যুক্ত করে, তার পূর্ণ পারিশ্রমিক চায়।”

Manual2 Ad Code

মজুরি বৈষম্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের বিক্ষোভ আন্দোলন সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী বলেন, আইন অনুযায়ী এ দাবি যৌক্তিক ও প্রাসঙ্গিক। চুক্তিতেও সম মজুরির বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু অনেক বাগানেই এর বাস্তবায়ন নেই। ফলে শ্রমিকরা ক্রমাগত বিক্ষুদ্ধ হয়ে উঠছেন। এ বিষয়ে সকল বাগান পক্ষ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে এগিয়ে আসতে হবে।”

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code