রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’ খসড়ার ওপর মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’ খসড়ার ওপর মতবিনিময় সভা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫ : “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫” খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার পানিভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সভায় প্রধান আলোচনার বিষয় ছিল রাজউকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, উন্নয়নস্বত্ব বিনিময়, জলাধার ও অন্যান্য আইনসমূহের সাথে সমন্বয়, রাজউকের পরিচালনা বোর্ডের কাঠামো, কৌশলগত মহাপরিকল্পনা, নগর পুনঃউন্নয়ন এবং ভূমির পুনর্বিন্যাসসহ রাজধানী উন্নয়ন সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ দিক।

Manual4 Ad Code

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ইশরাত ইসলাম, স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স এসোসিয়েশনসহ বিভিন্ন নাগরিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫” খসড়ার বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম এবং নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার।

মতবিনিময় সভার মাধ্যমে অংশীজনদের সুপারিশ ও মতামত সংগ্রহ করে খসড়াটি চূড়ান্ত করা হবে বলে আয়োজকরা জানান।

সভায় বক্তারা নগর উন্নয়নের জন্য একটি অংশগ্রহণমূলক, বাস্তব ভিত্তিক ও পরিবেশসম্মত আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code