সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশে গবেষণাভিত্তিক প্রারম্ভিক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ-পদ্ধতির বিকাশে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট (BEERI) একটি জাতীয় শিক্ষা গবেষণা টিম গঠনের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি অর্গানাইজেশন ফর ডিজেবলড ইমপ্রুভমেন্ট অ্যান্ড রাইটস (ODIR)-এর সহপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
মূল লক্ষ্য
BEERI জানায়, এই উদ্যোগের মাধ্যমে প্রারম্ভিক শিক্ষা পদ্ধতি, সিলেবাস ও কারিকুলামকে যুগোপযোগী করা, গবেষণাভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, অন্তর্ভুক্তিমূলক ও নৈতিক শিক্ষায় জোর দেওয়া এবং আর্থিক অসুবিধায় থাকা শিক্ষকবৃন্দকে গবেষণায় সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করা হবে।
জাতীয় সেমিনার ও ওয়ার্কশপ
এই উদ্যোগের অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর যায়যায়দিন মিডিয়াপ্লেক্সে (লাভ রোড, তেজগাঁও) দিনব্যাপী জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গবেষক, প্রাবন্ধিক, সাহিত্যিক, শিশু শ্রেণির পাঠ্যপুস্তক রচয়িতা ও প্রকাশক এবং আইটি বিশেষজ্ঞ জনাব কামরুজ্জামান।
অনুষ্ঠানটি আয়োজনে রয়েছে BEERI এবং সহযোগিতায় আছে GivingTuesday Bangladesh।
অংশগ্রহণকারীদের জন্য সুবিধা
BEERI জানায়, অংশগ্রহণকারীরা জাতীয় গবেষণা নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদেশ ভ্রমণের সম্ভাবনা, জাতীয় শিক্ষা সংস্কারে সরাসরি অবদান রাখার সুযোগ এবং সামাজিক উদ্যোগে আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।
কারা অংশ নিতে পারবেন
প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা-স্বাস্থ্য-পরিবেশ ও সামাজিক উন্নয়ন গবেষণায় আগ্রহী ব্যক্তি, পাঠ্যক্রম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কাজ করা পেশাজীবী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করতে পারবেন।
রেজিস্ট্রেশন ও যোগাযোগ
অংশগ্রহণে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫। নিবন্ধন ফি ১০০০ টাকা। ওয়েবসাইটে (https://beeri25.com/beeri-seminar/) বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
যোগাযোগ:
শাকিল আজাদ মনন, আহ্বায়ক, BEERI
ফোন: +8801733800412
ইমেইল: beeri.academic@gmail.com
ওয়েবসাইট: https://beeri25.com
BEERI-এর আহ্বান— “কারণ ভবিষ্যৎ তাদেরই, যাদের আমরা আজ প্রস্তুত করি।”
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি