সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
দেওয়ান মাসুকুর রহমান, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ সেপ্টেম্বর ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মনাইউল্ল্যাহ উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন এলাকার প্রধান সড়কটি এখন চরম বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিদিন স্কুলশিক্ষার্থীসহ হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের পশ্চিম দিক থেকে শুরু হয়ে লালবাগ হয়ে উত্তর সুরের ব্র্যাক অফিস সংলগ্ন হবিগঞ্জ রোডের সঙ্গে যুক্ত হওয়া এই সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ। কিন্তু সড়কের বেশির ভাগ জায়গা ভাঙাচোরা হয়ে কাদামাটিতে পরিণত হয়েছে। ফলে বৃষ্টি না হলেও সব সময় রাস্তায় পানি জমে থাকে, যা পথচারীদের জন্য দুর্ভোগকে আরো বাড়িয়ে তুলেছে।
এই সড়কের পাশে রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান—মনাইউল্ল্যাহ সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন শত শত শিক্ষার্থীকে এ ভাঙাচোরা রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। এছাড়া এলাকাবাসীর কাছে সুপরিচিত ডা. সাধন ঘোষের একটি প্রাইভেট ক্লিনিকও এই সড়কের ধারে অবস্থিত। তাই প্রতিনিয়ত রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে এই দুর্দশাগ্রস্ত পথ ব্যবহার করতে হচ্ছে।
এলাকার বাসিন্দারা অভিযোগ করে জানান, সরকারের উদ্যোগ ছাড়া ধনী মহলও রাস্তাটি সংস্কারে এগিয়ে আসছেন না। অথচ অল্প উদ্যোগ নিলেই সাময়িক সমাধান সম্ভব হতো।
এ বিষয়ে স্থানীয় মুরব্বিরা জানান, “দীর্ঘদিন ধরে এই রাস্তায় পানি জমে থাকে। শিশুরা স্কুলে যেতে হয় প্রচণ্ড কষ্ট করে। অনেক সময় কাদা ও পানিতে পড়ে আহতও হয়।”
অতীব জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুদৃষ্টি কামনা করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি