নাগরিক প্ল্যাটফর্ম গঠনে মাঠপর্যায়ে উদ্যোগ: নারীর অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিতকরণে নতুন দিগন্ত

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

নাগরিক প্ল্যাটফর্ম গঠনে মাঠপর্যায়ে উদ্যোগ: নারীর অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিতকরণে নতুন দিগন্ত

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ : মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) বাস্তবায়িত নাগরিক প্রকল্প (NAGORIC Project)-এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ে নাগরিক প্ল্যাটফর্ম গঠনের কার্যক্রম চলছে। দেশের ১২টি উপজেলায় উই ক্যান (We Can) এবং ১২টি বেসরকারি সংগঠনের (সিএসও) উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

নাগরিক ফোরামের লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকে শক্তিশালী করা, তাদের কণ্ঠস্বরকে জোরদার করা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সচেতনতা ও পদক্ষেপ গ্রহণে নাগরিক অংশগ্রহণ বাড়ানো। একইসঙ্গে এসব ফোরাম জনগণ ও সরকারের মধ্যে সংযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

রামপালে সূচনা

Manual8 Ad Code

১৩ সেপ্টেম্বর বাগেরহাটের রামপাল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নাগরিক প্ল্যাটফর্ম গঠনের সভা। উই ক্যান এবং নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা (এনএসইউএস)-এর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এম. এ. সবুর রানা। গঠিত ২০ সদস্যের নাগরিক ফোরামে এম. এ. সবুর রানা সভাপতি, অ্যাঞ্জেল মৃধা সাধারণ সম্পাদক, লায়লা সুলতানা সহ-সভাপতি এবং মোজাফফর হোসেন ও সুজন মজুমদার নির্বাহী সদস্য নির্বাচিত হন।

Manual5 Ad Code

আমতলীতে সংগঠন

পরের দিন ১৪ সেপ্টেম্বর বরগুনার আমতলী উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম গঠিত হয় আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে। উই ক্যান ও কমিউনিটি বেইজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এ সভার আয়োজন করে। এ সভায় সাবেক প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন সভাপতি, নাজমুন্নাহার মুকুল সহ-সভাপতি, আবু জিয়াদ সাধারণ সম্পাদক, আর নুরুল ইসলাম কাওসার ও সুমাইয়া আক্তার নির্বাহী সদস্য নির্বাচিত হন।

Manual5 Ad Code

সাঘাটায় অংশগ্রহণ

২২ সেপ্টেম্বর গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নাগরিক প্ল্যাটফর্ম গঠনের সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্ল্যাটফর্ম সভাপতি মো. শাহিনুর রহমান চান্না। গঠিত ২০ সদস্যের প্ল্যাটফর্মে রেশমা বেগম সাধারণ সম্পাদক, রওশন আরা সহ-সভাপতি, আর জুলফিকার হায়দার লিকন ও মাওলানা মুয়াজ্জেন হোসেন নির্বাহী সদস্য নির্বাচিত হন। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং উন্নয়ন সহযোগী সংস্থা বনরপাড়ার নির্বাহী পরিচালক সর্মিন সুলতানা উপস্থিত ছিলেন। আয়োজন করে উই ক্যান ও উন্নয়ন সহযোগী সংস্থা বনরপাড়া (ইউএসএসবি)।

তালায় ঐক্যমতের ভিত্তিতে গঠন

২৩ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলায় উজ্জীবিত মহিলা উন্নয়ন সংস্থার (ইউএমইউএস) প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় গঠিত হয় ২০ সদস্যের নাগরিক প্ল্যাটফর্ম। সভায় সভাপতিত্ব করেন সুমা সরকার। ইউএমইউএস-এর নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডল সভা পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিইআরএম সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার দাস। সমাজকর্মী ও সাংবাদিক জুলফিকার রায়হানও উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে গঠিত কমিটিতে সুমা সরকার সভাপতি, রমেশ দাস সহ-সভাপতি এবং সরস্বতী দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Manual5 Ad Code

গোবিন্দগঞ্জে ঐক্যমতের সিদ্ধান্ত

২৪ সেপ্টেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাটাবাড়ি ইউনিয়ন হলরুমে অনুষ্ঠিত হয় নাগরিক প্ল্যাটফর্ম গঠনের সভা। উই ক্যান ও ‘আবলম্বন’ এ সভার আয়োজন করে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কাইয়ুম শেখ। সর্বসম্মতিক্রমে রাফায়েল বাসকে সভাপতি করে পাঁচ সদস্যের নাগরিক কমিটি গঠন করা হয়।

উন্নয়নের অংশীদারিত্ব

উল্লেখ্য, এ উদ্যোগটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অংশ, যা বাস্তবায়িত হচ্ছে জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহায়তায় এবং সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর অর্থায়নে।

মানবাধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের নাগরিক প্ল্যাটফর্ম গঠনকে বিশেষজ্ঞরা সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code