সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশের শ্রমবাজারে এক চমকপ্রদ বাস্তবতা হলো—দেশের প্রায় এক কোটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (SME) আমাদের অর্থনীতির চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছে। তাদের ব্যবসার ওপর নির্ভরশীল হয়ে কাজ করছেন প্রায় ৮৭ শতাংশ মানুষ। অর্থাৎ দেশের অধিকাংশ চাকরিজীবী আসলে কাজ করছেন এই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগেই।
এই প্রেক্ষাপটে আলোচনায় আসছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—শিক্ষা শেষ করে তরুণরা কি কেবল চাকরির পেছনেই ছুটবে, নাকি নিজেরাই উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগ দেবে?
ব্যবসাকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার আহ্বান
সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, তরুণ সমাজের এক বড় অংশ বিকল্প ক্যারিয়ার হিসেবে ব্যবসার দিকে ঝুঁকছে। পড়াশোনা শেষ করে চাকরির সংকটে ভোগার চেয়ে নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ব্যবসা শুরু করার আগ্রহ বাড়ছে। তবে সমস্যা হচ্ছে—বেশিরভাগ তরুণ জানেন না কিভাবে ব্যবসার সঠিক আইডিয়া বাছাই করতে হয়, কিংবা শুরু করার পর কোন পথে এগোতে হবে।
উদ্যোক্তা তৈরিতে ফ্রি অনলাইন প্রশিক্ষণ
তরুণদের এ সমস্যা দূর করতে এগিয়ে এসেছে Light of Hope Skill Development Institute। প্রতিষ্ঠানটি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে একটি ফ্রি অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। এখানে অংশগ্রহণকারীরা শিখতে পারবেন—
১. কিভাবে ভালো বিজনেস আইডিয়া বাছাই করতে হয়।
২. কিভাবে একটি আইডিয়া টেস্ট করে বাস্তবায়নের উপযোগী করে তোলা যায়।
৩. একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য কী কী দক্ষতা অর্জন করতে হয়।
এই প্রশিক্ষণ কর্মসূচির বিশেষত্ব হলো—এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং অনলাইনে আয়োজন করা হচ্ছে, ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই তরুণরা এতে যুক্ত হতে পারবেন।
অর্থনীতির ভবিষ্যৎ: উদ্যোক্তাদের হাতেই
অর্থনীতিবিদদের মতে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কেবল কর্মসংস্থানই তৈরি করছেন না, বরং দেশের জিডিপি প্রবৃদ্ধি ও শিল্পায়নের পেছনেও সবচেয়ে বড় অবদান রাখছেন। বাংলাদেশ যদি আগামী দিনে আরও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে চায়, তবে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে আসতেই হবে।
এখনই রেজিস্ট্রেশন করুন
ফ্রি এই প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীরা এখনই নিবন্ধন করতে পারেন। আয়োজক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন যাদের, তাদের জন্য এটি হতে পারে জীবনের বড় সুযোগ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি