সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫
স্টাফ রিপোর্টার | ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ : রাজধানীসহ দেশের বিভিন্ন শাখায় জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং সম্প্রতি শপিং ব্যাগের জন্য মূল্য নির্ধারণ করেছে। আগে গ্রাহকরা কেনাকাটার পর বিনামূল্যে আড়ংয়ের লোগো সম্বলিত পেপার ব্যাগ পেতেন। কিন্তু এখন থেকে সেই ব্যাগ নিতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
এ সিদ্ধান্তকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে বিষয়টিকে স্বাগত জানালেও, অনেকেই প্রশ্ন তুলছেন লোগো ছাপানো একবার ব্যবহারযোগ্য (ওয়ান-টাইম) ব্যাগের জন্য কেন গ্রাহককে টাকা দিতে হবে।
রাজধানীর ধানমণ্ডি আড়ং শাখা থেকে কেনাকাটা করে বের হওয়া এক নারী সাংবাদিকদের বলেন, “আড়ংয়ের লোগোযুক্ত ব্যাগ আমরা টাকা দিয়ে কিনছি মানে আমরা তাদের বিজ্ঞাপন করেও আবার দাম দিচ্ছি। যদি সাধারণ, লোগো ছাড়া ব্যাগ হতো তবে হয়তো কেনার বিষয়টি স্বাভাবিক মনে হতো। কিন্তু প্রতিষ্ঠানের মার্কেটিংয়ের খরচ কেন গ্রাহক বহন করবে?”
ভোক্তা অধিকার সচেতন ব্যক্তিরা বলছেন, বাণিজ্যিকভাবে ব্র্যান্ডের প্রচার চালানোর ব্যাগের মূল্য নেওয়া অন্যায্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভোক্তা অধিকার গবেষক মন্তব্য করেন, “পরিবেশ সুরক্ষার জন্য পলিথিনের বিকল্প হিসেবে কাগজের ব্যাগ ব্যবহার করা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু এতে যদি প্রতিষ্ঠানের লোগো থাকে এবং সেটি কার্যত বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, তবে এর ব্যয় প্রতিষ্ঠানকেই বহন করা উচিত।”
অন্যদিকে পরিবেশবাদীরা এটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবেই দেখছেন। তাদের মতে, ব্যাগের জন্য আলাদা অর্থ দিতে হলে অনেকেই নিজেদের বহনযোগ্য ব্যাগ ব্যবহার করতে উৎসাহিত হবেন, যা পরিবেশের জন্য ভালো।
আড়ংয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আন্তর্জাতিকভাবে এখন প্রায় সব ব্র্যান্ডই ব্যাগের জন্য আলাদা চার্জ করছে। গ্রাহকদের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। তারা বলছেন, এখানে মূল প্রশ্ন হচ্ছে—গ্রাহকরা কি স্বচ্ছভাবে জানানো শর্তে ব্যাগ কিনছেন, নাকি তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি আড়ংয়ের বাণিজ্যিক কৌশল, আবার কেউ বলছেন এটি পরিবেশবান্ধব এক প্রয়াস।
ফলে, আড়ংয়ের ব্যাগ নীতিতে মূলত দুটি প্রশ্ন সামনে এসেছে—
১. পরিবেশবান্ধব প্রচেষ্টার আড়ালে কি প্রতিষ্ঠানের ব্র্যান্ড মার্কেটিংয়ের খরচ গ্রাহকের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে?
২. নাকি এটি ভোক্তাদের সচেতন করতে এবং প্লাস্টিকবিরোধী উদ্যোগ জোরদার করার এক কার্যকরী পদক্ষেপ?
চূড়ান্তভাবে এটি ব্যবসায়িক কৌশল নাকি পরিবেশবান্ধব উদ্যোগ—তা সময়ই বলে দেবে। তবে আপাতত, আড়ংয়ের ব্যাগ নিয়ে জনমনে যে আলোচনার ঝড় উঠেছে, তা নিঃসন্দেহে ভোক্তা অধিকার ও কর্পোরেট দায়িত্বশীলতার প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি