নতুন কোর্স: দক্ষ Psychological Counselor তৈরির যাত্রা

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

নতুন কোর্স: দক্ষ Psychological Counselor তৈরির যাত্রা

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সমাজে উদ্বেগ, হতাশা, অতিরিক্ত চাপ, সম্পর্কের জটিলতা কিংবা শিক্ষার্থীদের ক্যারিয়ার অনিশ্চয়তার মতো নানা সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। অথচ দেশে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত psychological counselor নেই। ঠিক এই প্রেক্ষাপটেই শুরু হচ্ছে দুই মাসব্যাপী একটি বিশেষায়িত কোর্স, যার মূল লক্ষ্য— তরুণ প্রজন্ম থেকে শুরু করে আগ্রহী যে কেউকে দক্ষ psychological counselor হিসেবে গড়ে তোলা।

কী কী শিখবেন এই কোর্সে?

এই প্রশিক্ষণ প্রোগ্রামটি সাজানো হয়েছে Basic to Advanced Counseling Framework অনুযায়ী। অংশগ্রহণকারীরা শিখবেন—

Manual4 Ad Code

উদ্বেগ, ডিপ্রেশন, হতাশা ও অতিরিক্ত চিন্তার মতো সমস্যার প্রফেশনাল কাউন্সেলিং।

Relationship, Couple, Family & Divorce Counseling এর কৌশল।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার কাউন্সেলিং।

Trauma, PTSD, Social Anxiety, OCD, GAD, Panic Disorder ইত্যাদির আধুনিক কাউন্সেলিং টেকনিক।

কীভাবে একটি সেশন শুরু করতে হয়, সময় ব্যবস্থাপনা, এবং ক্লায়েন্ট অনুযায়ী সেশনের ধাপ নির্ধারণ।

বাস্তব অভিজ্ঞতার সাথে শেখা

শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, এখানে থাকছে—
✔️ বাস্তব case study discussion
✔️ অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে supervised learning
✔️ practical guideline যা বাস্তবে প্রয়োগ করা যাবে

অংশগ্রহণকারীরা একে একে প্রতিটি ধাপ হাতে-কলমে শিখবেন, যাতে কোর্স শেষে তারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজস্ব counseling practice শুরু করতে পারেন।

কোর্সের কাঠামো

Manual6 Ad Code

সময়কাল: ২ মাস

মোট ক্লাস: ১৭টি ইন্টারঅ্যাকটিভ ক্লাস

Manual6 Ad Code

প্রশিক্ষণ সময়: ৪০ ঘণ্টা

কেন এই কোর্স গুরুত্বপূর্ণ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতি চার জনে একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন। অথচ পর্যাপ্ত মানসিক স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষিত পেশাজীবী না থাকায় অনেকেই সঠিক সময়ে সঠিক সাহায্য পান না। ফলে সমস্যাগুলো দীর্ঘমেয়াদে আরও জটিল হয়ে ওঠে।

এই কোর্স সফলভাবে সম্পন্ন করলে একজন অংশগ্রহণকারী কেবল তাত্ত্বিক জ্ঞানেই নয়, বরং বাস্তব কৌশলেও দক্ষ হয়ে উঠবেন। পরিবার, প্রতিষ্ঠান এবং সামাজিক পরিসরে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ তৈরি হবে।

সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে প্রশিক্ষণ।

এই প্রশিক্ষণ শেষ করে অংশগ্রহণকারীরা—

ব্যক্তিগত counseling practice শুরু করতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে student counselor হিসেবে কাজ করতে পারবেন।

বিভিন্ন NGO, clinic, corporate sector এ পেশাগত সুযোগ খুঁজে নিতে পারবেন।

Manual2 Ad Code

বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এ ধরনের কোর্স নিঃসন্দেহে একটি যুগোপযোগী পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, এমন কার্যকর প্রশিক্ষণ দেশের মানসিক স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code