সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ : ঢাকা মহানগরীতে ক্রমবর্ধমান যানজট ও দূষণ পরিস্থিতি জনস্বাস্থ্য ও নগর জীবনে এক ভয়াবহ সংকট তৈরি করেছে। মাত্র ৫ শতাংশ ব্যক্তিগত গাড়ি বর্তমানে রাজধানীর প্রায় ৭০ শতাংশ সড়ক দখল করে রেখেছে। এর ফলে প্রতিদিন হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি বায়ু ও শব্দ দূষণ আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং সোসাইটির ৪ নম্বর সড়কে “সমাজ, স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করি” শীর্ষক আলোচনা সভায় বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এ অভিমত ব্যক্ত করেন।
এই আলোচনা সভার আয়োজন করে ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট।
আলোচনা সভায় বক্তারা
সভাপতির বক্তব্যে ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে এখনই পদক্ষেপ নিতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, হাঁটার অভ্যাস বাড়াতে হবে। ব্যক্তিগত গাড়ি সীমিত করলেই আমরা স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পারব।”
ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম এ মান্নান মনির বলেন, “গণপরিবহন উন্নয়নের পাশাপাশি নাগরিকদের সচেতন করতে হবে। শিক্ষার্থীদের স্বল্প দূরত্বে হেঁটে স্কুলে যাওয়া উৎসাহিত করতে হবে। একইসাথে দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্যবহার কমানো জরুরি।”
স্কুল অব লাইফ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. অনুপম হোসেন বলেন, “ঢাকায় যানজট শুধু সময় নষ্ট করছে না, মানসিক চাপও বাড়াচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে শারীরিক ক্ষতিও হচ্ছে। ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।”
মোহাম্মদী হাউজিং সোসাইটির সভাপতি মো. আব্দুস সাত্তার মিয়া বলেন, “আমরা প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকি। এই অবস্থা থেকে বের হতে হলে ছোট দূরত্বে ব্যক্তিগত গাড়ি পরিহার করে হাঁটার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
বিকল্প আয়োজন
আলোচনা সভার পাশাপাশি ‘ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন দেশীয় খেলার প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়।
অংশগ্রহণকারী সংগঠনসমূহ
আলোচনা সভায় মোহাম্মদী হাউজিং সোসাইটি, মোহাম্মদী ইয়ুথ ক্লাব, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্ক, কারফ্রি সিটিস এলায়েন্স বাংলাদেশ, আন্তর্জাতিক কারফ্রি সিটিস এলায়েন্স, লোকাল ফিউচার, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেক্ষাপট
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একাধিক প্রতিবেদনে দেখা গেছে, ঢাকার বায়ুদূষণ বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে অন্যতম। একইভাবে শব্দ দূষণের মাত্রাতেও ঢাকা বিশ্বে শীর্ষ ১০ নগরের তালিকায়। বিশেষজ্ঞদের মতে, নারী, শিশু ও বয়োবৃদ্ধরা এ দূষণের মারাত্মক প্রভাবে আক্রান্ত হচ্ছেন।
উপসংহার
বক্তাদের মতে, যানজট ও দূষণ থেকে মুক্তি পেতে গণপরিবহন উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি। আর এ বিষয়ে নাগরিকদের সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি