সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলমের দ্বিতীয় কন্যা ডা. তাসিন আফরিন ডায়না ফিলিপাইনে অনুষ্ঠিতব্য এশিয়া উইমেন কনফারেন্সে অংশ নিতে গেছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বদরুল আলম এ তথ্য জানান। তিনি লিখেছেন, “আমার দ্বিতীয় মেয়ে ডা. তাসিন আফরিন ডায়না এশিয়া উইমেন কনফারেন্সে যোগদানের জন্য ফিলিপাইন গিয়েছে।”
এই সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের নারী নেত্রী, গবেষক, মানবাধিকারকর্মী ও চিকিৎসকরা অংশ নিচ্ছেন। নারী নেতৃত্ব, লিঙ্গ সমতা, স্বাস্থ্য অধিকার, জলবায়ু পরিবর্তন ও নারী আন্দোলনের নানা বিষয় এই কনফারেন্সে আলোচিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
ডা. তাসিন আফরিন ডায়না বর্তমানে চিকিৎসা পেশার পাশাপাশি সামাজিক উন্নয়ন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন। নারী ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি কাজ করছেন। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় তিনি গর্বিত বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহল।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম নিজেও দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন। তাঁর পরিবারের সদস্য ডা. ডায়ানার এশিয়া উইমেন কনফারেন্সে অংশগ্রহণকে তিনি দেশের জন্য সম্মানের বলে উল্লেখ করেন।
এশিয়া উইমেন কনফারেন্সকে নারীর ক্ষমতায়ন ও বৈশ্বিক নেতৃত্বে নারী অংশগ্রহণ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। সম্মেলনে প্রস্তাবিত নীতি ও সুপারিশগুলো পরবর্তীতে বিভিন্ন দেশের নারী আন্দোলন ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি