তামিলনাড়ুর জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৬, শোকস্তব্ধ অভিনেতা-রাজনীতিক থালাপাতি বিজয়

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

তামিলনাড়ুর জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৬, শোকস্তব্ধ অভিনেতা-রাজনীতিক থালাপাতি বিজয়

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | তামিলনাড়ু (ভারত), ২৮ সেপ্টেম্বর ২০২৫ : তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর প্রধান থালাপাতি বিজয়ের এক জনসভায় পদদলনের মর্মান্তিক ঘটনায় অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং আরও প্রায় ৪০ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুধু তামিলনাড়ুই নয়, পুরো ভারত এবং বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিজয়ের গভীর শোক প্রকাশ

Manual6 Ad Code

দুর্ঘটনার পরপরই থালাপাতি বিজয় তার অফিসিয়াল সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে গভীর শোক প্রকাশ করে লিখেছেন—
“আমার হৃদয় ভেঙে গেছে। এই অপূরণীয় ক্ষতি, এই অবর্ণনীয় বেদনা ও শোক আমি ব্যক্তিগতভাবে অনুভব করছি। আমার প্রার্থনা ও সমবেদনা থাকবে নিহতদের পরিবার এবং আহতদের সঙ্গে।”

আর্থিক সহায়তার ঘোষণা

শোকবার্তার পাশাপাশি তিনি নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বিজয় ঘোষণা করেন, প্রতিটি নিহত ব্যক্তির পরিবারকে ২০ লাখ রুপি এবং আহত প্রত্যেককে ২ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে। তার ভাষায়—
“টাকার মাধ্যমে জীবনের মূল্য পূরণ করা সম্ভব নয়, তবে এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য।”

Manual8 Ad Code

ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা

চাক্ষুষ সাক্ষীদের মতে, শনিবার দুপুরে টিভিকে-র জনসভায় প্রায় ৩০ হাজার মানুষ সমবেত হন। হঠাৎ করেই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে মুহূর্তের মধ্যেই বহু মানুষ মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়।

প্রশাসনের প্রতিক্রিয়া

রাজ্য প্রশাসন ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। উদ্ধার তৎপরতায় এনডিআরএফ, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। নিহতদের পরিবারকে সরকারি সহায়তাও দেওয়ার ঘোষণা এসেছে।

শোকের ছায়া বিশ্বজুড়ে

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেশ-বিদেশ থেকে রাজনৈতিক ও চলচ্চিত্র অঙ্গনের বহু ব্যক্তিত্ব শোক ও সমবেদনা জানিয়েছেন। বিশিষ্ট পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক মঞ্চে বিজয়ের এই প্রথম বড় ধরনের ট্র্যাজেডি তার দল ও সমর্থকদের জন্য এক গভীর ধাক্কা।

সমাপ্তি

তামিলনাড়ুর কারুরের এই মর্মান্তিক দুর্ঘটনা কেবল এক রাজনৈতিক দলের সমাবেশের অঘটন নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও ভিড় নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার নির্মম পরিণতি হিসেবে দেখা হচ্ছে। থালাপাতি বিজয়ের শোকবার্তা ও সহায়তার ঘোষণা সান্ত্বনা দিতে পারে, তবে নিহতদের শূন্যতা পূরণ করবে না—এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।

Manual6 Ad Code

 

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code