পরিবেশগত তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণে জোর দাবী জানিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

পরিবেশগত তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণে জোর দাবী জানিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস (International Day for Universal Access to Information)। দিবসটির এবারের প্রতিপাদ্য— “Ensuring Access to Environmental Information in the Digital Age” বা ডিজিটাল যুগে পরিবেশগত তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণ। তথ্য অধিকারকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর উদ্যোগে এবং নাগরিক প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন উপজেলা ও জেলায় দিবসটি উদযাপিত হয়েছে। স্থানীয় প্রশাসন, নাগরিক কমিটি, গণমাধ্যম ও উন্নয়ন সংস্থার সক্রিয় অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গোবিন্দগঞ্জে নৃত্য, সঙ্গীত ও আলোচনা সভা

Manual3 Ad Code

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আবোলম্বন ও উই ক্যান সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে নানা আয়োজন করা হয়। শুরুতে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমের সামনে পরিবেশিত হয় সাঁওতালি নৃত্য ও গান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা তথ্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্যরঞ্জন সাহা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পরিতোষ শর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কাওয়ুম শেখ, আবোলম্বন প্রকল্প সমন্বয়কারী প্রতিমা চক্রবর্তী, এ.কে.এম. মাহবুব আলম মুকুল, উপজেলা নাগরিক ফোরাম আহ্বায়ক গৌর চন্দ্র পাহাড়ি, ফিলেমন হেমরম, কৈলাশ হাসদা, পল্লবী মুর্মু, সোনালী মার্ডি প্রমুখ।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন (২০০৯) হলো গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণের হাতে ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী এই আইনের মাধ্যমে সরকারি সেবা ও সুবিধা সম্পর্কে জানতে পারে।

রামপালে জলবায়ু তথ্যপ্রাপ্তির গুরুত্ব

বাগেরহাটের রামপাল উপজেলায় দিবসটি উদযাপন করে উই ক্যান ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা (এনএসইউএস)। উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এই অঞ্চলে জলবায়ু ও পরিবেশ-সম্পর্কিত তথ্য অনলাইনে সহজলভ্য করার গুরুত্ব তুলে ধরা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালির পর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ নাগরিকদের জীবন ও জীবিকার নিরাপত্তায় বড় ভূমিকা রাখে।

দুমকিতে র‌্যালি ও আলোচনা

Manual1 Ad Code

পটুয়াখালীর দুমকি উপজেলায় সুভো ও উই ক্যান-এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনা সভা হয়। স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে বক্তব্য দেন।

Manual3 Ad Code

বাগেরহাট সদরে শহরমুখী র‌্যালি

বাগেরহাট সদর উপজেলায় উদয়ন বাংলাদেশ ও উই ক্যান-এর যৌথ উদ্যোগে শহরমুখী বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। পরে উদয়ন বাংলাদেশের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম।
আলোচনায় অংশ নেন স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও উন্নয়নকর্মীরা। উদয়ন বাংলাদেশের এডভোকেসি অফিসার মেঘলা জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, তথ্য অধিকার আইন সঠিকভাবে কার্যকর হলে তা কেবল সুশাসনই নয়, নাগরিক ক্ষমতায়নেও বিরাট ভূমিকা রাখবে।

তথ্যই শক্তি

সারাদেশের বিভিন্ন অঞ্চলের বক্তারা একবাক্যে বলেন, তথ্য অধিকার আইন হলো জনগণের অধিকার আদায়ের পথনির্দেশক। এর মাধ্যমে জনগণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারে। বিশেষত প্রান্তিক জনগোষ্ঠী, নারী, আদিবাসী ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ যদি তথ্য পাওয়ার সুযোগ পায়, তবে তারা উন্নয়ন প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code