সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ সেপ্টেম্বর ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তি-নির্ভর গাড়ি পরিষ্কার সেবার নতুন দিগন্তের সূচনা হলো। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় শহরের হবিগঞ্জ সড়কের পাশে দ্বারিকাপাল মহিলা কলেজ সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয় শ্রীমঙ্গলের প্রথম হাইড্রোলিক কার ওয়াশ সেন্টার— তাক্বওয়া হাইড্রোলিক্স কার ওয়াশ সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ-ক্বেয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী (রহ.) ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তামজিদ আহমেদ সিদ্দিকী। মিলাদ-ক্বেয়াম পরিচালনা করেন হাফিজ ক্বারী মাওলানা মো. সাইফুল রহমান মোল্লাপুরী (খতিব, আমানতপুর জামে মসজিদ), মাওলানা মো. সাইফুল ইসলাম ও ক্বারী মো. মুহিবুর রহমান।
অতিথিদের উপস্থিতি
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, রাজনৈতিক সংগঠক, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক রাফি আহমেদ চৌধুরী, দুর্নীতি প্রতিিরোধ কমিটি দুপ্রকের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ তালুকদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. কাওছার ইকবাল, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলা, সদস্য শামসুল ইসলাম শামিম, কাজী গোলাম কিবরিয়া জুয়েল, সাংবাদিক নান্টু রায় ও সুমন আহমদ।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব টিটু আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আধুনিক সেবা প্রদানের উদ্যোগ
তাক্বওয়া হাইড্রোলিক্স কার ওয়াশ সেন্টারের পরিচালক মো. আব্দুল মুকিত জানান, “আমরা দ্রুততম সময়ে কম খরচে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাড়ি ধোয়ার সেবা প্রদানের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নিয়েছি। গাড়ির মালিকরা যাতে স্বল্প সময়ে উন্নতমানের সেবা পান— সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “আজ থেকে আমাদের যাত্রা শুরু হলেও প্রকৃত সাফল্য অর্জনে স্থানীয় জনগণ, সেবা-গ্রহীতা এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা প্রয়োজন।”
শ্রীমঙ্গলে নতুন সম্ভাবনা
শ্রীমঙ্গলে প্রথমবারের মতো হাইড্রোলিক কার ওয়াশ সেন্টার চালু হওয়ায় গাড়ি মালিকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। এতদিন স্থানীয়দের গাড়ি পরিষ্কারে পর্যাপ্ত সুবিধা না থাকলেও এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হলো।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ উদ্যোগ শ্রীমঙ্গলের যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আধুনিক সেবা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি