লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, আলোচনায় বেসরকারি হাসপাতাল সিন্ডিকেট

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, আলোচনায় বেসরকারি হাসপাতাল সিন্ডিকেট

Manual8 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ২৯ সেপ্টেম্বর : লক্ষ্মীপুর জেলা শহরের ফেয়ার হসপিটাল অ্যান্ড সিটি এমআরআই সেন্টারে পিত্তথলির পাথর অপারেশনের সময় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত রোগীর নাম নুসরাত আক্তার (২০), তিনি রায়পুর উপজেলার বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, পেট ও বুকের ব্যথার কারণে নুসরাতকে ফেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফেরদৌসুর রহমান পরীক্ষার পর জানান, রোগীর পিত্তথলিতে পাথর রয়েছে এবং দ্রুত অপারেশন প্রয়োজন।

Manual2 Ad Code

অপারেশনে ভয়াবহ ভুল

অভিযোগ অনুযায়ী, শনিবার রাতে ল্যাপারোস্কোপিক সার্জারির সময় ভুলবশত রোগীর লিভার কেটে ফেলেন ডা. ফেরদৌসুর রহমান। দীর্ঘ সময় রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রোগীর শারীরিক অবস্থা অবনতি ঘটতে থাকে। রাতভর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে অবশেষে ভোরে তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পরে রোগীর স্বজনরা নুসরাতকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ নিয়ে অস্থিরতা, আর্থিক সমঝোতা

রোগীর মৃত্যুতে ক্ষুব্ধ স্বজনরা মরদেহ নিয়ে ফের ফেয়ার হসপিটালে অবস্থান নেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবার উভয়ের মধ্যে দীর্ঘ সময় উত্তেজনা বিরাজ করে। পরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে আর্থিক সমঝোতার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

অপারেশনে প্রধান সার্জনের সহকারী হিসেবে ছিলেন ডা. নার্গিস পারভীন, ডা. সাইফুল ইসলাম শরীফ, ডা. হুমায়ুন কবির শান্ত ও ডা. বনি আমিন।

Manual2 Ad Code

আগে ঘটেছে একই ঘটনা

স্থানীয়রা জানান, ফেয়ার হসপিটালে এর আগেও ভুল চিকিৎসার কারণে এক রোগীর মৃত্যু হয়েছিল। তখনো হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের পরিবারকে ৭ লাখ টাকা দিয়ে সমঝোতা করে বিষয়টি ধামাচাপা দেয়।

প্রশাসনের অজ্ঞতা

ঘটনাটি নিয়ে লক্ষ্মীপুরের সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মন্নাফ জানান, “আমরা মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ পাঠাই। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Manual7 Ad Code

শক্তিশালী সিন্ডিকেটের অভিযোগ

সচেতন নাগরিক ও স্থানীয়দের অভিযোগ, লক্ষ্মীপুরে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ন্ত্রণ করছে। এই সিন্ডিকেটের প্রভাবে কোনো অভিযোগের সুষ্ঠু তদন্ত হয় না। ফলে একের পর এক ভুল চিকিৎসায় মানুষের মৃত্যু হলেও দায়ীদের কখনো বিচারের মুখোমুখি হতে হয় না।

Manual5 Ad Code

প্রশ্নের মুখে স্বাস্থ্যসেবা

ফেয়ার হসপিটালের এই ঘটনায় আবারো প্রশ্ন উঠেছে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের জবাবদিহিতা নিয়ে।
সচেতন মহলের ভাষ্য, “লক্ষ্মীপুরে ভুল চিকিৎসার কারণে মৃত্যুর ঘটনা নতুন নয়। কিন্তু এখনো কোনো ঘটনার সঠিক তদন্ত হয়নি, দোষীদের আইনের আওতায় আনা হয়নি। তাহলে কি মানুষের জীবন এখন কেবলই ব্যবসায়িক লেনদেনের অঙ্কে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে?”

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code