গ্রন্থকীট সাহিত্য সংকলন: সেরা ১০০ লেখকের খোঁজে নতুন উদ্যোগ

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

গ্রন্থকীট সাহিত্য সংকলন: সেরা ১০০ লেখকের খোঁজে নতুন উদ্যোগ

Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫ : বাংলা ভাষা ও সাহিত্যকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে গ্রন্থকীট সম্প্রতি ঘোষণা করেছে একটি বিশেষ উদ্যোগ— “মহুয়ার দেশ সাহিত্য সংকলন”। সংকলনটির সম্পাদনার দায়িত্বে রয়েছেন তরুণ সাহিত্যিক সাকিবুল হাসান মন্ডল।

এই উদ্যোগের মাধ্যমে সর্বাধিক ১০০ জন লেখকের সৃষ্টিশীল লেখা বাছাই করে প্রকাশ করা হবে। সংগঠক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বিভিন্ন বয়স ও পেশার মানুষদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

লেখা পাঠানোর নিয়ম

ইচ্ছুক লেখক ও সাহিত্যপ্রেমীরা তাদের লেখা WhatsApp-এ পাঠাতে পারবেন 9735030061 নম্বরে। লেখা পাঠানোর শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৫ অক্টোবর।

Manual2 Ad Code

প্রকাশনা ও শর্তাবলি

Manual7 Ad Code

সংকলনে যেসব লেখা নির্বাচিত হবে, সেসব লেখকের কাছ থেকে সৌজন্য মূল্য নেওয়া হবে। আয়োজকরা স্পষ্ট করে জানিয়েছেন যে সৌজন্য সংখ্যা প্রদান করা সম্ভব নয়। তবে লেখকের নাম, ছবি ও সৃষ্টিকে যথাযথ মর্যাদা দিয়েই সংকলনে প্রকাশ করা হবে।

যারা প্রকাশনা-অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তাদের বই কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে। এ ক্ষেত্রে কুরিয়ার চার্জ লেখককেই বহন করতে হবে।

সীমিত আসন ও বিশেষ সুযোগ

আয়োজকরা জানিয়েছেন, সংকলনে নির্বাচিত লেখকদের জন্য আসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। তাই দ্রুত লেখাপ্রেরণ না করলে সুযোগ হাতছাড়া হতে পারে।

যোগাযোগ

বিস্তারিত জানতে এবং অংশগ্রহণ করতে যোগাযোগ করতে হবে এই নম্বরে— 9735030061।

Manual1 Ad Code

বাংলা সাহিত্যে নতুন দিগন্ত

Manual3 Ad Code

প্রকাশনা সংস্থা অক্ষরবৃত্ত প্রকাশন জানিয়েছে, এই সংকলনের লক্ষ্য হচ্ছে সমকালীন বাংলা সাহিত্যের তরুণ ও প্রতিভাবান লেখকদের একটি মঞ্চে নিয়ে আসা। পাঠক ও সাহিত্যপ্রেমীরা এই সংকলনের মাধ্যমে নতুন কণ্ঠস্বর ও সৃজনশীল ধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

বাংলা ভাষা ও সাহিত্যে নতুন লেখকদের পদচারণাকে আরও গতিশীল করে তুলতে পারে “মহুয়ার দেশ সাহিত্য সংকলন”— এমনটাই আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code