সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ অক্টোবর ২০২৫ : আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ বছরের প্রতিপাদ্য– “আমাদের আকাঙ্ক্ষা, সুস্থতা এবং অধিকার রক্ষায়: প্রবীণ ব্যক্তিরা স্থানীয় ও বৈশ্বিক কাজে নেতৃত্ব দিচ্ছেন”। এর মূল বার্তা হলো— প্রবীণরা কেবল সমাজের সহানুভূতির পাত্র নন, বরং সক্রিয় অবদানকারী; তাদের অভিজ্ঞতা, সুস্থতা এবং অধিকারকে সম্মান জানিয়ে সমাজ গড়তে হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হবে। ১৯৯১ সাল থেকে বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলাদা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, “সভ্যতার অগ্রযাত্রায় প্রবীণদের অবদান অনস্বীকার্য। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন এবং আর্থ-সামাজিক অগ্রগতির ফলে প্রবীণ জনগোষ্ঠী ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে প্রবীণদের যত্ন ও পরিচর্যার কাঠামো গড়ে তোলার বিষয়টি উল্লেখ রয়েছে। সমাজে তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।”
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেন, “চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টির মান বৃদ্ধির কারণে মানুষের আয়ু বেড়েছে, ফলে প্রবীণদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সংবিধানে প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।”
সরকারি কর্মসূচি
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে— র্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার, মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রবীণদের মর্যাদা বিষয়ে ক্ষুদে বার্তা প্রেরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার।
আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণ থেকে সমাজসেবা অধিদপ্তর পর্যন্ত র্যালি বের হবে। সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের নেতৃত্বে এ র্যালিতে মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন প্রবীণ কল্যাণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। র্যালি শেষে অধিদপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্ব
বিশেষজ্ঞরা মনে করেন, প্রবীণরা সমাজের বোঝা নন; তারা অভিজ্ঞতা, প্রজ্ঞা ও শ্রমের মাধ্যমে পরিবার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়লেও তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ এখনও নিশ্চিত হয়নি। দিবসটি সমাজে প্রবীণদের অধিকার ও অবদানকে নতুনভাবে মূল্যায়নের আহ্বান জানায়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি