শ্রীমঙ্গলে ফ্রি ডায়াবেটিস ও হাইপারটেনশন চিকিৎসা ক্যাম্প শুক্রবার

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

শ্রীমঙ্গলে ফ্রি ডায়াবেটিস ও হাইপারটেনশন চিকিৎসা ক্যাম্প শুক্রবার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ অক্টোবর ২০২৫ : আগামী ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার শ্রীমঙ্গলের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে “ফ্রি ডায়াবেটিস ও হাইপারটেনশন চিকিৎসা ক্যাম্প”। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম।

এই বিশেষ ক্যাম্পে ডায়াবেটিস প্রতিরোধ পরামর্শ, ডায়াবেটিস ও সংশ্লিষ্ট জটিলতার চিকিৎসা, উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) বিষয়ে চিকিৎসা, এবং বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।

Manual1 Ad Code

চিকিৎসকবৃন্দ

ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান করবেন দেশের খ্যাতনামা চিকিৎসকগণ:

???? ডাঃ শ্রী বিশ্বজিৎ কুমার সিংহ
হৃদরোগে অভিজ্ঞ, ডায়াবেটোলজিস্ট ও পাবলিক হেলথ চিকিৎসক,
এ্যাপেলো/এভারকেয়ার হাসপাতাল, ঢাকা।
এম.বি.বি.এস (শ.জি.মে.ক), এম.পি.এইচ (এপিডেমীওলজী),
পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অন কার্ডিওলজি (পি.জি.টি, কার্ডিওলজি),
সি.সি.ডি (বারডেম), সি.সি.ডি (কোপেনহেগেন ইউনিভার্সিটি, ডেনমার্ক),
আন্তর্জাতিক প্রশিক্ষণ: কলেরা, ডায়রিয়া ও অপুষ্টি (আইসিডিডিআরবি, ঢাকা),
মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ (বিএসএমএমইউ),
BMDC নং: A-70290

???? ডাঃ তৃষা সিনহা
এম.বি.বি.এস, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল,
পিজিটি (গাইনীকোলজি), সি.সি.ডি (ডেনমার্ক)।
BMDC নং: A-122724

ফ্রি রেজিস্ট্রেশন ও যোগাযোগ

ক্যাম্পে ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহীরা ফোন করে সিরিয়াল নিতে পারবেন ০১৩০৩৬২২৩৩৬ নম্বরে।
চিকিৎসক সম্পর্কিত হটলাইন ও হোয়াটসঅ্যাপ: ০১৭৬৪-৯৬৯৭৫২।

অতিরিক্ত তথ্য

Manual7 Ad Code

ক্যাম্প উপলক্ষে রোগীদের জন্য ব্যবস্থাপত্র সম্পূর্ণ ফ্রি থাকবে।

Manual5 Ad Code

অংশগ্রহণকারীদেরকে পূর্বের চিকিৎসার কাগজপত্র ও পরীক্ষার রিপোর্ট সঙ্গে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যবস্থাপত্রে উল্লেখিত নির্দিষ্ট ঔষধ স্বল্পমূল্যে পাওয়া যাবে।

আয়োজকদের বক্তব্য

Manual2 Ad Code

আয়োজকরা জানিয়েছেন, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা প্রদানের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন, এ ধরনের উদ্যোগ শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষকে দীর্ঘমেয়াদে উপকৃত করবে।

স্থান

চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হবে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর.কে মিশন রোড, শ্রীমঙ্গল।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code