সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০২ অক্টোবর ২০২৫ : আসন্ন এশিয়ান ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট সামিট (ACE Summit 2026) আগামী ১৬ থেকে ২০ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংকক ও পাতায়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এশিয়ার সবচেয়ে বড় জলবায়ু ও পরিবেশ বিষয়ক এই আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ নেতৃত্ব, নীতি নির্ধারক, গবেষক ও উদ্ভাবকেরা।
“Empowering Youth Leadership for Asia’s Ocean, Energy & Climate Finance Future” শীর্ষক মূল প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে জলবায়ু পরিবর্তন, টেকসই জ্বালানি, জলবায়ু অর্থায়ন, মহাসাগর সংরক্ষণ এবং আঞ্চলিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনা হবে।
পাঁচ দিনের কর্মসূচি
পাঁচ দিনের এই আয়োজনে থাকছে—
সমুদ্র বিষয়ক উদ্বোধনী সেশন ও নেটওয়ার্কিং,
পাতায়ায় মেরিন কনজারভেশন ও মাঠপর্যায়ের ভ্রমণ,
ব্যাংককে পূর্ণাঙ্গ কনফারেন্স ডে, যেখানে থাকবে কীনোট ও প্যানেল আলোচনা,
নবায়নযোগ্য জ্বালানি, মহাসাগর ও কমিউনিটি প্রজেক্ট ভিজিট,
সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা।
সম্মেলনের শেষ দিনে গৃহীত হবে Asian Youth Climate Declaration, যা হবে এশিয়ার তরুণ জলবায়ু কর্মীদের যৌথ আহ্বান।
কেন গুরুত্বপূর্ণ?
দক্ষিণ এশিয়া জলবায়ু সংকটের সম্মুখভাগে অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অতিরিক্ত তাপপ্রবাহ, দূষণ ও বন ধ্বংসসহ নানা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের অংশগ্রহণ এখন সময়ের দাবি। আয়োজকরা বলছেন, এই সম্মেলন হবে “ভবিষ্যৎ জলবায়ু নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ মোড়”।
অংশগ্রহণ ও ফি
বাংলাদেশি তরুণদের জন্য সীমিত আসন রাখা হয়েছে। আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত আর্লি-বার্ড ফি ($৩০০ ডলার)। পরে শিক্ষার্থীদের জন্য ফি $৩৫০ ও পেশাজীবীদের জন্য $৪০০।
প্রাথমিকভাবে ৫০% অগ্রিম অর্থ প্রদান করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বৃত্তির সুযোগ
সম্মেলনে অংশগ্রহণের জন্য পাঁচ থেকে সাত জনকে সম্পূর্ণ বৃত্তি প্রদান করা হবে। নির্বাচিতদের বিমান ভ্রমণ, থাকা-খাওয়া ও সকল প্রোগ্রামের খরচ বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। তবে ভিসা ফি, ভ্রমণ বীমা ও ব্যক্তিগত খরচ বহন করতে হবে অংশগ্রহণকারীকে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার।
নিবন্ধন
ইভেন্ট রেজিস্ট্রেশন: https://forms.gle/4HXMRDd4QUpEsYTm6
বৃত্তি আবেদন: https://forms.gle/zDAJrzCziYBMEPCn9
বিস্তারিত: www.acesummit.org
যোগাযোগ: হোয়াটসঅ্যাপ +8801733806880
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি