সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০২ অক্টোবর ২০২৫ : বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় অনন্য অবদান রাখা মৌলভীবাজারের ১৫ জন গুণীজনকে এবার সম্মাননা জানাতে যাচ্ছে জেলা শিল্পকলা একাডেমি।
আগামীকাল শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক তুলে দেওয়া হবে। একইসঙ্গে থাকছে নৃত্য, সংগীত, নাটকসহ বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথি ও অতিথিবৃন্দ
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএ। পুরো অনুষ্ঠান পরিচালনায় সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব তানভীর হোসেন।
যাঁরা সম্মাননা পাচ্ছেন
জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ‘গুণিজন সম্মাননা’ ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের জন্য নির্বাচিত হয়েছেন মোট ১৫ জন শিল্প-সাহিত্য-সংস্কৃতিসেবী। তাঁরা হলেন—
গুণিজন ২০২২ : মোহাম্মদ আকবর, সেলিম চৌধুরী, আবদাল মাহবুব কোরেশি, ওয়ালীউর রহমান ও দুর্গা প্রসাদ দোশায়ারা।
গুণিজন ২০২৩ : মোস্তফা সেলিম, মো. দেলোয়ার হোসেন, প্রসাদ দাস, মো. তারেক ইকবাল চৌধুরী ও সিরাজুল ইসলাম তোলা।
গুণিজন ২০২৪ : মুজিবুর রহমান মুজিব, ইন্দ্রজিৎ দেব, মো. আব্দুস সহীদ, মো. তাজুল ইসলাম ও নাদিরা আক্তার।
তাঁদের প্রত্যেকের আজীবন শিল্প-সংস্কৃতি চর্চা ও অবদানকে এই সম্মাননার মাধ্যমে স্বীকৃতি জানানো হচ্ছে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।
অনুষ্ঠান সূচি
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে বিকাল ৫টায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে। বিকাল ৫টা ১৫ মিনিটে গুণিজনদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা।
সংগীত, নৃত্য ও নাটকের সম্মিলিত আয়োজনে পরিবেশিত হবে নাটক “তুমিই বাংলাদেশ”। নাটকটি লিখেছেন কাজী রোকসানা রুমা এবং নির্দেশনা দিয়েছেন শাহীন ইকবাল। পরিবেশনায় থাকছে নাট্যদল মুৎনাট্য, মৌলভীবাজার।
আমন্ত্রণ বার্তা
শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ও সম্মাননা প্রদান কমিটির সদস্য সচিব আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বলেন—
“এই আয়োজন কেবল সম্মাননা প্রদান অনুষ্ঠান নয়, বরং শিল্প-সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা। আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে।”
শিল্প-সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার প্রয়াস
মৌলভীবাজার সবসময়ই সংগীত, নৃত্য, নাটক ও সাহিত্য চর্চার উর্বর ক্ষেত্র হিসেবে সমৃদ্ধ। জেলা শিল্পকলা একাডেমির নিয়মিত আয়োজনগুলো কেবল স্থানীয় সংস্কৃতিকে চাঙ্গা করছে না, বরং নতুন প্রজন্মকে উৎসাহিত করছে শিল্পচর্চায়। গুণিজনদের এই স্বীকৃতি আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে বলে মনে করছেন সংস্কৃতিসেবীরা।
স্থান : জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, মৌলভীবাজার।
তারিখ ও সময় : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, বিকাল ৩টা থেকে।
গুণীজন সম্মাননায় ভূষিত হচ্ছেন শিল্পী তারেক ইকবাল চৌধুরী
শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজারে শিল্পকলা একাডেমি কর্তৃক গুণীজন সম্মাননায় ভূষিত হচ্ছেন শ্রীমঙ্গলের পরিচিত সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী সহ জেলার পনেরো জন গুণী ব্যক্তিত্ব।
শিল্পী তারেক ইকবাল চৌধুরী বর্তমানে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গুণীজন সম্মাননার জন্য মনোনীত হওয়ার পর এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা জানিয়ে শিল্পী তারেক ইকবাল চৌধুরী লিখেছেন— “কৃতজ্ঞতা রইল জুড়ি বোর্ড এবং বাছাই কমিটির প্রতি। আমার মতো এতো নগণ্য একজন শিল্পীকে গুণী শিল্পী হিসাবে মনোনীত করায়। আজ থেকে মনে হয় দায়িত্ব আরো বেড়ে গেল।”
আগামীকাল শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য সম্মাননা অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ
তারেক ইকবাল চৌধুরী বহু বছর ধরে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনের সাথে নিবিড়ভাবে যুক্ত। একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে তিনি শুধু গান পরিবেশনেই সীমাবদ্ধ থাকেননি, বরং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব ও সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন।
তিনি শ্রীমঙ্গল শিল্পী কল্যাণ সংস্থা, সম্মিলিত নাট্য পরিষদ, সম্মিলিত নৃত্য পরিষদ এবং উদীচী শিল্পী গোষ্ঠীর মতো একাধিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। এ সব সংগঠনে সভাপতি ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
উল্লেখযোগ্য সাংস্কৃতিক কার্যক্রম
তারেক ইকবাল চৌধুরী বিভিন্ন জাতীয় ও স্থানীয় অনুষ্ঠানে গান পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে আয়োজিত নানা অনুষ্ঠানে তার গান দর্শক-শ্রোতাদের মন জয় করে। এছাড়াও, শ্রীমঙ্গলে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নিয়মিত গান পরিবেশন করেছেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে অবদান
তারেক ইকবাল চৌধুরী শুধু একজন শিল্পীই নন, তিনি সাংস্কৃতিক আন্দোলনেরও অংশ। দীর্ঘদিন ধরে তিনি শ্রীমঙ্গলের তরুণ শিল্পীদের উৎসাহিত করে আসছেন। স্থানীয় শিল্পীদের কল্যাণ ও সাংস্কৃতিক পরিমণ্ডলের বিকাশে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
গুণীজন সম্মাননা—এক অনন্য স্বীকৃতি
সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মীরা মনে করেন, জেলা শিল্পকলা একাডেমির এই স্বীকৃতি শুধু তারেক ইকবাল চৌধুরীর ব্যক্তিগত অর্জন নয়, বরং শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনের জন্যও এক গৌরবের বিষয়।
আগামীকাল ৩ অক্টোবরের অনুষ্ঠানে স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও ভক্ত-শুভানুধ্যায়ীদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক গুণীজন সম্মাননার জন্য মনোনীত হওয়ায় শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত সঙ্গীতশিল্পী ও সংগঠক মো. তারেক ইকবাল চৌধুরীসহ পনেরো গুণি ব্যক্তিত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “তারেক ইকবাল চৌধুরী শুধু একজন প্রতিভাবান সঙ্গীতশিল্পীই নন, তিনি শ্রীমঙ্গলের সাংস্কৃতিক আন্দোলনের একজন নিবেদিত সংগঠকও। দীর্ঘদিন ধরে তিনি সংগীতচর্চা, সাংগঠনিক কার্যক্রম ও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার মাধ্যমে স্থানীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে আসছেন। জেলা শিল্পকলা একাডেমির এই স্বীকৃতি তার প্রাপ্য সম্মান।”
সম্মাননার তাৎপর্য
স্থানীয় সাংস্কৃতিক মহল মনে করে, এ সম্মাননা শুধুমাত্র একজন শিল্পীর ব্যক্তিগত অর্জন নয়, বরং শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক গৌরবের বিষয়। কমরেড সৈয়দ আমিরুজ্জামানও শুভেচ্ছা বার্তায় বলেন, “এই স্বীকৃতি তরুণ প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং শ্রীমঙ্গলের সাংস্কৃতিক আন্দোলনকে আরও এগিয়ে নেবে।”
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি