সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫
সৈয়দা হাজেরা সুলতানা, বিশেষ প্রতিনিধি | এমসি কলেজ (সিলেট), ০৩ অক্টোবর ২০২৫ : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত ই-ট্যাবলয়েড “মেহেক” এবার আসছে ছাপা সংস্করণে। ট্যাবলয়েড আকারের এ বিশেষ পত্রিকাটি হবে শুধুমাত্র কলেজ শিক্ষার্থীদের লেখা সমৃদ্ধ একটি প্রকাশনা।
ইতোমধ্যে অনলাইনে পাঠকপ্রিয়তা পাওয়া “মেহেক”-এর মূল লক্ষ্য হলো তরুণদের সৃজনশীলতা বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা। সম্পূর্ণ ছাত্র-ছাত্রীদের লেখা নিয়েই গড়ে উঠবে এই ট্যাবলয়েড, যা একদিকে সাহিত্য-সংস্কৃতির চর্চাকে উজ্জীবিত করবে, অন্যদিকে তরুণ প্রজন্মের সৃজনশীল প্রতিভার পরিচয় তুলে ধরবে।
পত্রিকার বিষয়ভিত্তিক বিভাগে শিক্ষার্থীদের লেখা প্রবন্ধ স্থান পাবে। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নানা আয়োজনের ওপর প্রকাশিত হবে ফিচার। সেই সাথে থাকবে কবিতা, যা সবসময়েই মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীদের সাহিত্যচর্চার একটি প্রধান অংশ।
আয়োজনটির অন্যতম সমন্বয়ক জানান, দীর্ঘদিন ধরে অনলাইনে “মেহেক” ই-ট্যাবলয়েড প্রকাশিত হলেও এবার শিক্ষার্থীদের আগ্রহে সেটি ছাপাকাগজে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে পাঠকদের হাতে একটি বাস্তব কপি তুলে দেওয়ার সুযোগ তৈরি হবে, যা প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত থাকতে পারবে।
উদ্যোগটি বাস্তবায়ন করছে মুরারিচাঁদ কবিতা পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পত্রিকায় লেখা প্রকাশ করতে পারবেন শুধুমাত্র মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীরা। সাহিত্য, সংস্কৃতি, প্রবন্ধ, ফিচার এবং কবিতা—সবকিছুতেই শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হবে।
পত্রিকার সঙ্গে যুক্ত এক শিক্ষার্থী বলেন, “আমাদের ক্যাম্পাসে সাহিত্যচর্চার যে ঐতিহ্য আছে, তারই ধারাবাহিকতা রক্ষায় মেহেককে আমরা ছাপা আকারে প্রকাশ করতে যাচ্ছি। এই উদ্যোগ আমাদের কণ্ঠকে আরও শক্তিশালী করবে।”
পাঠক ও আগ্রহী লেখকদের যেকোনো তথ্য জানার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে:
E-mail: monthlymehek@gmail.com
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি