এনআরবি টিভির ‘হ্যালো মন্ট্রিয়ল’ দশম বর্ষে পদার্পণ: প্রবাসী প্রতিভার স্বীকৃতিতে প্রদান করা হবে সম্মাননা

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

এনআরবি টিভির ‘হ্যালো মন্ট্রিয়ল’ দশম বর্ষে পদার্পণ: প্রবাসী প্রতিভার স্বীকৃতিতে প্রদান করা হবে সম্মাননা

Manual6 Ad Code

বিশেষ প্রতিবেদক | মন্ট্রিয়ল (কানাডা), ০৪ অক্টোবর ২০২৫ : কানাডার প্রথম ২৪ ঘণ্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘হ্যালো মন্ট্রিয়ল’ এর দশম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫’। এতে প্রবাসের মঞ্চে গড়ে ওঠা প্রতিভার দীপ্ত স্বীকৃতিস্বরূপ প্রদান করা হচ্ছে সম্মাননা।

কানাডার প্রথম ২৪ ঘণ্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির বহুল জনপ্রিয় অনুষ্ঠান ‘হ্যালো মন্ট্রিয়ল’ এ বছর পদার্পণ করছে দশম বর্ষে। যা এক নতুন মাইলফলক হয়ে ওঠবে প্রবাসীদের জীবনে।

Manual7 Ad Code

প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা, সংস্কৃতি, সংগ্রাম ও সাফল্যের কাহিনি তুলে ধরতে গত এক দশক ধরে অনুষ্ঠানটি হয়ে উঠেছে কানাডার বাংলা কমিউনিটির আস্থার ঠিকানা।

এই উপলক্ষে আগামী ২৯ নভেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যা ৬টায় মন্ট্রিয়লের BANQ অডিটরিয়ামে (475 Boul de Maisonneuve East, Metro: Berri-UQAM, মাত্র এক মিনিটের হাঁটা পথ) আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫’।

উদ্বোধনী পর্বে থাকছেন শামসাদ রানা

Manual4 Ad Code

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের দায়িত্বে থাকছেন একসময়কার বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক নেতা, ছাত্র সমাজের অধিকার আদায়ের গণআন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব, কানাডার শিল্প-সাহিত্য-সংস্কৃতির অঙ্গনের সংগঠক ও ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’-এর অগ্রসর সারথি শামসাদ রানা। প্রবাসী সমাজের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আন্দোলনে যার সক্রিয় ভূমিকা বরাবরই প্রশংসিত হয়েছে।

সম্মাননা প্রবাসী গুণীদের

Manual5 Ad Code

‘এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মাননা জানানো হবে মন্ট্রিয়ল প্রবাসী গুণীদের, যারা তাদের প্রতিভা, শ্রম ও সৃজনশীলতায় কানাডার মঞ্চকে সমৃদ্ধ করেছেন। সংগীত, নৃত্য, আবৃত্তি, সাংবাদিকতা, সাংগঠনিক নেতৃত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবা থেকে শুরু করে প্রবাসের মঞ্চে গড়ে ওঠা উদীয়মান প্রতিভাদেরও স্বীকৃতি প্রদান করা হবে এই আয়োজনে।

এই সম্মাননা কেবল ব্যক্তিগত কৃতিত্বকে আলোকিত করবে না, বরং প্রবাসী বাঙালি সমাজের আত্মপরিচয় ও ঐতিহ্যকে তুলে ধরবে বৃহত্তর পরিসরে।

সাংস্কৃতিক পরিমণ্ডলে এনআরবি টিভির ভূমিকা

প্রতিষ্ঠালগ্ন থেকেই এনআরবি টিভি শুধু সংবাদ ও বিনোদন নয়, বরং প্রবাসী বাঙালিদের আত্মপ্রকাশের প্ল্যাটফর্ম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‘হ্যালো মন্ট্রিয়ল’-এর মতো অনুষ্ঠান একদিকে যেমন তরুণ প্রজন্মকে প্রবাসে বেড়ে ওঠা সত্ত্বেও শেকড়ের সঙ্গে যুক্ত রাখছে, অন্যদিকে স্থানীয় কমিউনিটিকে তুলে ধরছে আন্তর্জাতিক অঙ্গনে।

যোগাযোগ

অনুষ্ঠানে অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ৫১৪-৬৯০-৬৬৯৬।

এনআরবি টিভি ও কানাডার সর্বাধিক পঠিত বাংলা সাপ্তাহিক বাংলা মেইল যৌথভাবে এ আয়োজনকে ঘিরে প্রবাসী সমাজকে এক মহামিলনের আবহে নিয়ে আসতে প্রস্তুত।

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code