সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫
বিশেষ প্রতিনিধি | ফটিকছড়ি (চট্টগ্রাম), ০৪ অক্টোবর ২০২৫ : আওলাদে রাসুল (সা.) ইমামুল আওলিয়া হযরত গাউছুল আজম শাহসুফী মাওলানা ছৈয়দ গোলামুর রহমান আল-হাসানী ওয়াল হোসাইনী (বাবা ভান্ডারী) আল-মাইজভাণ্ডারী (কঃ)-এর পবিত্র খোশরোজ শরীফ আগামী ১৪ অক্টোবর ২০২৫ (২৯ আশ্বিন) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহাসিক মাইজভাণ্ডার শরীফ দরবারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মহা সমারোহে উদযাপিত হবে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক আশেকান, মুরিদ, অনুসারী ও শুভানুধ্যায়ী এই মাহেন্দ্রক্ষণে মাইজভাণ্ডার শরীফে সমবেত হবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে পুরো মাইজভাণ্ডার শরীফ ইতোমধ্যেই সাজানো হয়েছে ধর্মীয় আলোকসজ্জায়। কয়েকদিনব্যাপী অনুষ্ঠিত হবে কুরআন খতম, জিকির-আছকার, মিলাদ, হামদ-নাত, আখেরি মোনাজাতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।
আওলাদে রাসুল (সাঃ)-এর পবিত্র বংশধরদের উপস্থিতি
উক্ত পবিত্র মাহফিলে সভাপতিত্ব করবেন আওলাদে রাসুল (সাঃ), গাউছে জামান হযরত শাহসুফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ শফিউল বশর আল-হাসানী আল-মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার ঔরসজাত পুত্র শাজ্জাদানশীন শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফী আলহাজ্ব মাওলানা বশর ছৈয়দ মুজিবুল আল-হাসানী আল-মাইজভাণ্ডারী (কেবলা কাবা)।
এছাড়া উপস্থিত থাকবেন শাজ্জাদানশীন শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফী আলহাজ্ব মাওলানা বশর ছৈয়দ মুজিবুল আল-হাসানী আল-মাইজভাণ্ডারী (কেবলা কাবা)-এর ঔরসজাত একমাত্র পুত্র ও বর্তমান শাজ্জাদানশীন শাহ্জাদা ছৈয়দ নূরুল বশর আল-হাসানী আল-মাইজভাণ্ডারী।
খোশরোজ শরীফের মাহাত্ম্য
খোশরোজ শরীফ মাইজভাণ্ডারী তরিকার অনুসারীদের কাছে এক মহাস্মরণীয় দিন। এদিনে হযরত গাউছুল আজম শাহসুফী মাওলানা ছৈয়দ গোলামুর রহমান আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভাণ্ডারী (কঃ) ইন্তেকাল করেন, যিনি উপমহাদেশে আল্লাহভক্তি, মানবপ্রেম ও আধ্যাত্মিক জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলিত করেছিলেন। তাঁর দিকনির্দেশনা ও তরিকাহ আজও লাখো আশেকের জীবনে পথের দিশা হয়ে আছে।
আয়োজকদের আহ্বান
পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজক কমিটি ও আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন (রেজিঃ নং ঢ-০৭২৪৫) দেশ-বিদেশের সকল আশেক, মুরিদ ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে—
“মাইজভাণ্ডার শরীফে আগমন করুন, দরবারে গাউছুল আজম (কঃ)-এর খোশরোজ শরীফে শরিক হয়ে আল্লাহর রহমত ও আধ্যাত্মিক বরকত হাসিল করুন।”
স্থান ও যোগাযোগ
স্থান: গাউছিয়া রহমান মনজিল, মাইজভাণ্ডার শরীফ, ডাকঘর: ভাণ্ডার শরীফ-৪৩৫২, চট্টগ্রাম।
প্রচারে: আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি