প্রথিতযশা সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলী স্মরণে শ্রীমঙ্গল প্রেসক্লাবে শোকসভা

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫

প্রথিতযশা সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলী স্মরণে শ্রীমঙ্গল প্রেসক্লাবে শোকসভা

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ অক্টোবর ২০২৫ : প্রথিতযশা সাংবাদিক, কলামিস্ট ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ আলীর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সভার শুরুতে তাঁর সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রবিবার (৫ অক্টোবর ২০২৫) রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিজস্ব হলরুমে আয়োজিত এই শোকসভায় স্থানীয় সাংবাদিক সমাজ, লেখক, গবেষক ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, আর সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমেদ। তিনি বলেন, “সৈয়দ মোহাম্মদ আলী ছিলেন এক আলোকবর্তিকা। তাঁর লেখনী শুধু তথ্যবহুল ছিল না, সমাজচেতনা জাগানোরও এক অসাধারণ হাতিয়ার ছিল। সাংবাদিকতার নৈতিক মানদণ্ডে তিনি ছিলেন অনুকরণীয়।”

Manual8 Ad Code

শোকসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজ-এর সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “সৈয়দ মোহাম্মদ আলী ছিলেন এমন একজন সাংবাদিক, যিনি সংবাদকে দেখতেন মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টিকোণ থেকে। তাঁর কলাম আজও তরুণ সাংবাদিকদের জন্য শিক্ষণীয়।”

Manual2 Ad Code

এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ এহসান বিন মোজাহির, দপ্তর সম্পাদক মুসলিম চৌধুরী, সদস্য আবুজার রহমান বাবলা, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমদ, মো. শাহাবুদ্দিন আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মিজানুর রহমান আলম, শামসুল ইসলাম শামীম, রুবেল আহমেদ ও প্রয়াত সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলীর পুত্র সৈয়দ আলী আহসান শাওন প্রমুখ।

Manual5 Ad Code

বক্তারা তাঁদের স্মৃতিচারণায় বলেন, সৈয়দ মোহাম্মদ আলী ছিলেন একজন নির্ভীক ও নিষ্ঠাবান সাংবাদিক, যিনি পেশাগত সততা ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

সভায় শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সৈয়দ মোহাম্মদ আলী দীর্ঘ সাংবাদিকতা জীবনে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি শুধু সংবাদকর্মীই ছিলেন না, ছিলেন একজন চিন্তাশীল লেখক ও সমাজ সচেতন নাগরিক। তাঁর মৃত্যুতে মৌলভীবাজারের সাংবাদিক সমাজ গভীর শোক ও অপূরণীয় ক্ষতির অনুভূতি প্রকাশ করেছে।

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code