বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অগ্রগতি হলেও লক্ষ্যে পৌঁছাতে এখনো অনেক পথ বাকি

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫

বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অগ্রগতি হলেও লক্ষ্যে পৌঁছাতে এখনো অনেক পথ বাকি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ অক্টোবর ২০২৫ : জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৫ উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় আগামীকাল সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় আয়োজন করেছে একটি ওয়েবিনার। আলোচনার বিষয়— “বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন: অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয়”।

জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক জীবনের অন্যতম মৌলিক অধিকার এবং একটি দেশের সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) ব্যবস্থার মূলভিত্তি। এটি শুধু ব্যক্তির আইনি পরিচয় নিশ্চিত করে না, বরং শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং উন্নয়ন পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।

বাংলাদেশের বর্তমান চিত্র

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে জন্ম নিবন্ধনের হার প্রায় ৫০ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ৪৭ শতাংশ, যা বৈশ্বিক ও আঞ্চলিক গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ) ঘোষিত সিআরভিএস দশকের আওতায় বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

Manual1 Ad Code

তবে এ লক্ষ্য অর্জনে এখনও নানামুখী চ্যালেঞ্জ রয়ে গেছে—প্রযুক্তিগত সীমাবদ্ধতা, সচেতনতার অভাব, স্থানীয় প্রশাসনিক জটিলতা, এবং মৃত্যুনিবন্ধনে পরিবারের আগ্রহের ঘাটতি এর মধ্যে উল্লেখযোগ্য।

ওয়েবিনারে অংশগ্রহণকারীরা

Manual3 Ad Code

ওয়েবিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন:

মো. নজরুল ইসলাম, কান্ট্রি কো-অর্ডিনেটর, ভাইটাল স্ট্র্যাটেজিস;

সাজ্জাদুর রহমান, ডেপুটি এডিটর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড;

মুহাম্মাদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই);

এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।

আরও যুক্ত হবেন :

এছাড়া ভার্চুয়ালি যুক্ত হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, রাজনৈতিক সংগঠক, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজ-এর সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, যিনি দীর্ঘদিন ধরে জনআন্দোলন ও সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।

জনগণের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

Manual1 Ad Code

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি নাগরিক অধিকার ও মানব উন্নয়নের ভিত্তি। বাংলাদেশের সিআরভিএস ব্যবস্থাকে কার্যকর করতে হলে আইনি কাঠামো শক্তিশালী করা, তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।”
তিনি আরও বলেন, “বিশেষ করে মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সামাজিক ও ধর্মীয় ধারণা অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। তাই কমিউনিটি পর্যায়ে সচেতনতা তৈরির পাশাপাশি স্থানীয় প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।”

Manual1 Ad Code

ওয়েবিনারের উদ্দেশ্য ও আহ্বান

প্রজ্ঞার সমন্বয়ক মাশিয়াত আবেদিন জানান, এই ওয়েবিনারের মূল উদ্দেশ্য হলো জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান অবস্থা বিশ্লেষণ, প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে নীতি-সংলাপ তৈরি করা।

অংশগ্রহণে আগ্রহীরা সোমবার সকাল ১১টায় নিচের জুম লিংকে যুক্ত হতে পারবেন:
???? https://us06web.zoom.us/j/84222455670?pwd=OGaGn6Okmf0Q5eNId0MDpnjJGdb7IP.1
আইডি: 842 2245 5670 | পাসওয়ার্ড: 868895

ওয়েবিনার সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে:
মাশিয়াত আবেদিন, কো-অর্ডিনেটর, প্রজ্ঞা
???? মোবাইল: ০১৮১৯২২১৮৬৩ (হোয়াটসঅ্যাপ)
☎️ টেলিফোন: ৪৮০৩৩১১৯
✉️ ই-মেইল: progga.cvd@gmail.com

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code