এনসিপি বলে এদেশে কিছু থাকবে না: সাংবাদিক ইলিয়াস

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

এনসিপি বলে এদেশে কিছু থাকবে না: সাংবাদিক ইলিয়াস

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৬ অক্টোবর ২০২৫ : এনসিপি বলে এদেশে কিছু থাকবে না মন্তব্য করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন।

আজ সোমবার (০৬ অক্টোবর ২০২৫) তার ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন।

Manual1 Ad Code

ইলিয়াস হোসেন বলেন, “আমিতো ৫ তারিখের ছয় দিনের মাথায় বলেছিলাম, শুনছিলেন? আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। আপনারা মনে করছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন।

এখন কাঁদেন কেন?”
তিনি আরও বলেন, “এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। জামায়াত-বিএনপির বাইরে ১০–১৫ বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না।”

Manual4 Ad Code

ইলিয়াস হোসেন বলেন, “আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ইউনুছসহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে।

Manual8 Ad Code

আপনাদেরও কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে টাকা জমিয়েছেন। অতএব শুধু উপদেষ্টারানা না, আপনাদেরও সবাই সেইফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামায়াতও মারবে।”
তিনি আরও বলেন, “আমার একটু দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম, তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার।

যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছো, তারাই এখন বেগুন, আলু, মুলা ধরিয়ে দিয়েছে। অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মনে আছে?”
সবশেষে তিনি বলেন, “এখন নাকে তেল দিয়ে ঘুমান। সামনে নির্বাচন হবে জামায়াত আর বিএনপির মধ্যে।”

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code