বিশ্ব বসতি দিবস আজ : সবার জন্য আবাসনের অঙ্গীকারে নানা আয়োজন

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

বিশ্ব বসতি দিবস আজ : সবার জন্য আবাসনের অঙ্গীকারে নানা আয়োজন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ অক্টোবর ২০২৫ : আজ সোমবার পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি উদযাপিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। এ বছরের প্রতিপাদ্য— ‘সবার জন্য আবাসন’।

Manual4 Ad Code

১৯৮৫ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। পরের বছর থেকেই ১৯৮৬ সাল থেকে বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। মূল উদ্দেশ্য হলো নগরায়ণ, টেকসই বসতি ও সবার জন্য উপযুক্ত আবাসন নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা।

দিবসটি উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকালে জিয়া উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে ‘হল অব ফেম’-এ আয়োজিত হয় মূল আলোচনা সভা, প্রদর্শনী ও সেমিনার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আর ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

প্রদর্শনীতে অংশ নিয়েছে রাজউক, রিহ্যাব, স্থাপত্য অধিদপ্তর, নগর উন্নয়ন অধিদপ্তরসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা। এতে আবাসন ও নির্মাণ খাতের আধুনিক পণ্য, নকশা, সেবা ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনী চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

Manual1 Ad Code

প্রফেসর ইউনূস তার বাণীতে বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের নগরাঞ্চলের টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বদ্ধপরিকর। রাজধানীসহ সব নগরাঞ্চলের উন্নয়নে সরকার বহুমাত্রিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।”

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বার্তায় বলেন, “সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি। নগর পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের মধ্য দিয়েই টেকসই বসতি গড়ে তোলা সম্ভব।”

সেমিনারে গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন

দিবসের আলোচনায় অংশ নেন আবাসন ও নগর উন্নয়ন খাতের গবেষক ও বিশেষজ্ঞরা।
এতে এমআইএসটি’র অধ্যাপক ড. সুদিপ্তী বিশ্বাস উপস্থাপন করেন ‘রিজাইলেন্ট কমিউনিটি ওয়েসিস : ইনক্লুসিভ পাবলিক ওপেন স্পেসেস ফর আর্থকোয়েক প্রিপিয়ার্ডনেস’ শীর্ষক প্রবন্ধ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদের সদস্য ঊষাতন মেহেরা খুশি উপস্থাপন করেন ‘অ্যান অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট অ্যান্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ : ফেইলর্স, সাকসেস, ফ্যাক্টরস অ্যান্ড এ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট’।
এ ছাড়া হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ‘জার্নি টুওয়ার্ড হাউজিং সলিউশন অ্যামিড দ্য আরবান ক্রাইসিস’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন।

সারাদেশে পালিত হচ্ছে দিবসটি

রাজধানীর পাশাপাশি বিভাগীয় ও জেলা শহরগুলোতেও বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থাগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরতে ব্যানার, পোস্টার ও ফেস্টুন প্রদর্শন করছে।

নগর উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি

Manual5 Ad Code

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত নগরায়ণ ও ভূমি সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নগর পরিকল্পনা ও সাশ্রয়ী আবাসন নীতি এখন সময়ের দাবি। বিশ্ব বসতি দিবসের এ বছরের প্রতিপাদ্য— ‘সবার জন্য আবাসন’, বাংলাদেশের চলমান গৃহায়ন কর্মসূচিকে নতুন দিকনির্দেশনা দেবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

Manual4 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code