সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ অক্টোবর ২০২৫ : আজ সোমবার পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি উদযাপিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। এ বছরের প্রতিপাদ্য— ‘সবার জন্য আবাসন’।
১৯৮৫ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। পরের বছর থেকেই ১৯৮৬ সাল থেকে বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। মূল উদ্দেশ্য হলো নগরায়ণ, টেকসই বসতি ও সবার জন্য উপযুক্ত আবাসন নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা।
দিবসটি উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকালে জিয়া উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে ‘হল অব ফেম’-এ আয়োজিত হয় মূল আলোচনা সভা, প্রদর্শনী ও সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আর ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
প্রদর্শনীতে অংশ নিয়েছে রাজউক, রিহ্যাব, স্থাপত্য অধিদপ্তর, নগর উন্নয়ন অধিদপ্তরসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা। এতে আবাসন ও নির্মাণ খাতের আধুনিক পণ্য, নকশা, সেবা ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনী চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
প্রফেসর ইউনূস তার বাণীতে বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের নগরাঞ্চলের টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বদ্ধপরিকর। রাজধানীসহ সব নগরাঞ্চলের উন্নয়নে সরকার বহুমাত্রিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।”
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বার্তায় বলেন, “সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি। নগর পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের মধ্য দিয়েই টেকসই বসতি গড়ে তোলা সম্ভব।”
সেমিনারে গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন
দিবসের আলোচনায় অংশ নেন আবাসন ও নগর উন্নয়ন খাতের গবেষক ও বিশেষজ্ঞরা।
এতে এমআইএসটি’র অধ্যাপক ড. সুদিপ্তী বিশ্বাস উপস্থাপন করেন ‘রিজাইলেন্ট কমিউনিটি ওয়েসিস : ইনক্লুসিভ পাবলিক ওপেন স্পেসেস ফর আর্থকোয়েক প্রিপিয়ার্ডনেস’ শীর্ষক প্রবন্ধ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদের সদস্য ঊষাতন মেহেরা খুশি উপস্থাপন করেন ‘অ্যান অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট অ্যান্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ : ফেইলর্স, সাকসেস, ফ্যাক্টরস অ্যান্ড এ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট’।
এ ছাড়া হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ‘জার্নি টুওয়ার্ড হাউজিং সলিউশন অ্যামিড দ্য আরবান ক্রাইসিস’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন।
সারাদেশে পালিত হচ্ছে দিবসটি
রাজধানীর পাশাপাশি বিভাগীয় ও জেলা শহরগুলোতেও বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থাগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরতে ব্যানার, পোস্টার ও ফেস্টুন প্রদর্শন করছে।
নগর উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি
বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত নগরায়ণ ও ভূমি সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নগর পরিকল্পনা ও সাশ্রয়ী আবাসন নীতি এখন সময়ের দাবি। বিশ্ব বসতি দিবসের এ বছরের প্রতিপাদ্য— ‘সবার জন্য আবাসন’, বাংলাদেশের চলমান গৃহায়ন কর্মসূচিকে নতুন দিকনির্দেশনা দেবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি