শ্রীমঙ্গলের প্রথিতযশা সাংবাদিক গোপাল দেব চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

শ্রীমঙ্গলের প্রথিতযশা সাংবাদিক গোপাল দেব চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

Manual8 Ad Code
সাংবাদিকতা, সমাজসেবা ও নেতৃত্বে রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), সোমবার, ৬ অক্টোবর ২০২৫ : শ্রীমঙ্গলের প্রথিতযশা সাংবাদিক, সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল দেব চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।
তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানাচ্ছে সহকর্মী সাংবাদিক সমাজ, রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী।

Manual4 Ad Code

বহুমুখী অবদানে স্মরণীয় গোপাল দেব চৌধুরী

গোপাল দেব চৌধুরী ছিলেন শ্রীমঙ্গলের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল নাম। ২০১৭ সালের ৬ অক্টোবর ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ইলা দেব চৌধুরী, দুই পুত্র সুমন দেব চৌধুরী ও সনেট দেব চৌধুরীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জীবনের শুরুতে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। পরে সাংবাদিকতাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন।

২০০৪ সালের ২৫ জুলাই থেকে তিনি সাপ্তাহিক চায়ের দেশ প্রকাশনা শুরু করেন এবং সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন। তাঁর সম্পাদনায় পত্রিকাটি শ্রীমঙ্গলের জনজীবন, চা শিল্প, সংস্কৃতি ও স্থানীয় সমস্যাবলীকে কেন্দ্র করে একটি শক্তিশালী জনমাধ্যমে পরিণত হয়।

নেতৃত্বের আসনে দীর্ঘ সময়

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা গোপাল দেব চৌধুরী দীর্ঘ ২৭ বছর ধরে ক্লাবটির সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি দু’বার নির্বাচিত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

Manual8 Ad Code

তাঁর নেতৃত্বে প্রেসক্লাবটি পায় সংগঠিত রূপ, সাংবাদিকদের কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ও সামাজিক উদ্যোগের ধারাবাহিকতা।

পেশাগত জীবনের বাইরেও তিনি ছিলেন সক্রিয় সামাজিক সংগঠক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ ব্যক্তিত্ব। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, শ্রীমঙ্গল রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, রামকৃষ্ণ সেবাশ্রম কার্যকরী কমিটির সভাপতি এবং শ্রীমঙ্গল ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

Manual5 Ad Code

সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজ সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, “গোপাল দেব চৌধুরী শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন মানবিকতার প্রতীক ও শ্রীমঙ্গলের এক জীবন্ত ইতিহাস।”

তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফ. ম. আব্দুল হাই ডন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরাফাত রবিন ও যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আহমেদ।

তাঁরা এক বিবৃতিতে বলেন, “গোপাল দেব চৌধুরী ছিলেন শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজের পথপ্রদর্শক। তাঁর সততা, নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতা আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

Manual4 Ad Code

সাংবাদিক সমাজে গৌরবময় উত্তরাধিকার

গোপাল দেব চৌধুরীর নেতৃত্ব, লেখনী ও সাংগঠনিক প্রজ্ঞা শ্রীমঙ্গলের সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তাঁর হাতে গড়া প্রজন্মের অনেক সাংবাদিক আজ জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত।

স্থানীয় সাংবাদিকরা মনে করেন, গোপাল দেব চৌধুরীর নীতিবোধ, পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার শিক্ষা আগামী প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রাণিত করবে আরও বহুদিন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code