১২ অক্টোবর থেকে লক্ষ্মীপুর পৌরসভায় শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

১২ অক্টোবর থেকে লক্ষ্মীপুর পৌরসভায় শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি

Manual7 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ০৬ অক্টোবর ২০২৫ : সারাদেশের মতো লক্ষ্মীপুর পৌরসভায়ও শুরু হচ্ছে টাইফয়েড জ্বর প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু ও শিক্ষার্থীকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) প্রদান করা হবে।

Manual2 Ad Code

পৌরসভা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় মোট ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত টিকাদান ক্যাম্পেইন চলবে।

Manual8 Ad Code

এই সময়ে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

পরবর্তী ধাপে ১ থেকে ১২ নভেম্বর ২০২৫ পর্যন্ত পৌর এলাকার কমিউনিটিতে স্কুল বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদেরও বিনামূল্যে টিকা দেওয়া হবে।

লক্ষ্য অনুযায়ী, পৌরসভা এলাকায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৪০,৯৬৬ জন শিশুকে এই টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Manual4 Ad Code

পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম জানান, “আমরা লক্ষ্মীপুর পৌরসভা টাইফয়েড টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য জনগণের সহযোগিতা কামনা করছি। যদি সবাই অংশগ্রহণ করে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পারবো এবং শিশুরা টাইফয়েডসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে।”

Manual8 Ad Code

এই কর্মসূচিকে ঘিরে পৌরসভা এলাকায় জনসচেতনতা বাড়াতে মাইকিং, প্রচারপত্র বিতরণ ও জনসংযোগ কার্যক্রম চলছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) শিশুদের জন্য সবচেয়ে কার্যকর টিকা হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। যদিও এটি শতভাগ সুরক্ষা দেয় না, তবুও টাইফয়েড জ্বরের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়। টিকা গ্রহণের পরও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ খাবার ও বিশুদ্ধ পানি গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।

সরকারের এই বিনামূল্যের টিকাদান কর্মসূচি বাংলাদেশের শিশুস্বাস্থ্য সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code