স্মরণ

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

স্মরণ

Manual1 Ad Code

নির্মলেন্দু গুণ |

নাম ভুলে গেছি, দুর্বল মেধা
স্মরণে রেখেছি মুখ;
কাল রজনীতে চিনিব তোমায়
আপাতত স্মৃতিভুক।

ডাকিব না প্রিয়, কেবলি দেখিব
দু’চোখে পরান ভরে;
পূজারী যেমন প্রতিমার মুখে
প্রদীপ তুলিয়া ধরে।

Manual4 Ad Code

তুমি ফিরে যাবে উড়ন্ত রথে
মাটিতে পড়িবে ছায়া,
মন্দির খুঁড়ে দেখিব তোমায়
মন্দ্রিত মহামায়া।

ভুলে যাব সব সময়-নিপাতে
স্মরণে জাগিয়ে প্রেম,
আঁধারে তখন জ্বলিবে তোমার
চন্দনে মাখা হেম।
#

নির্মলেন্দু গুণের “স্মরণ” কবিতাটি স্মৃতি, প্রেম ও পূজার প্রতীকী মেলবন্ধনে গঠিত।

Manual5 Ad Code

????️ সারমর্ম: “স্মরণ” — নির্মলেন্দু গুণ

Manual5 Ad Code

কবিতায় কবি এক প্রিয় মুখের স্মৃতি ধরে রাখেন, নাম ভুলে গেলেও সেই মুখ তাঁর মনে অনন্ত আলোর মতো জ্বলে থাকে। প্রিয়াকে তিনি পূজার প্রতিমার মতো শ্রদ্ধা ও ভালোবাসায় দেখেন—নীরব আর নিবেদিত দৃষ্টিতে। প্রিয়া যখন দূরে চলে যাবে, তখনও তার ছায়া কবির হৃদয়ে অমলিন থাকবে। সময়ের প্রবাহে সবকিছু ভুলে গেলেও প্রেমের স্মরণ অন্ধকারে দীপ্যের মতো জেগে থাকবে।
এ কবিতা মূলত ভালোবাসার স্মৃতি, আকুলতা ও আধ্যাত্মিক ভক্তির এক কাব্যিক প্রকাশ।

Manual6 Ad Code

#বাংলাকবিতা

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code