সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০৮ অক্টোবর ২০২৫ : “আমরা গণতন্ত্রের পক্ষে”— এই মূলমন্ত্রকে ধারণ করে সিলেট থেকে প্রকাশিত জনপ্রিয় আঞ্চলিক দৈনিক “সচিত্র সিলেট” পত্রিকা সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রতিনিধিসহ বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি নিয়োগের উদ্যোগ নিয়েছে।
দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের জনজীবন, সংস্কৃতি, রাজনীতি ও উন্নয়ন ধারাকে সংবাদে প্রতিফলিত করে আসছে এই পত্রিকাটি। গণমানুষের কথা বলার মঞ্চ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় ‘সচিত্র সিলেট’। এজন্য প্রয়োজন দায়িত্বশীল, পেশাদার ও ন্যায়নিষ্ঠ সাংবাদিক— যারা সংবাদপেশাকে পেশাদারিত্বের পাশাপাশি দায়িত্ব, ব্রত ও অঙ্গীকার হিসেবে দেখেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের যেকোনো দৈনিক বা সাপ্তাহিক পত্রিকায় ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা আবশ্যক। স্থানীয় ঘটনাবলি সম্পর্কে ভালো ধারণা, সংবাদ সংগ্রহে দক্ষতা, সৎ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদন প্রক্রিয়া
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে সম্পাদক বরাবরে।
আবেদন পাঠানোর ঠিকানা:
হেলাল নির্ঝর, নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান,
দৈনিক সচিত্র সিলেট, হাউজ–২, রোড–২৮, ব্লক–ডি, শাহজালাল উপশহর, সিলেট।
ইমেইল: sachitrasylhet1@gmail.com
ফোন: ০১৭২৭-৯৯২৩২৪, ০১৬২২-৫০০১৬৬
গণতন্ত্রের পক্ষে সাংবাদিকতা
নির্বাহী সম্পাদক হেলাল নির্ঝর জানান, “দৈনিক সচিত্র সিলেট” প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তচিন্তা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়েছে। “আমরা বিশ্বাস করি, একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি হলো স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা। সেই আদর্শকে সামনে রেখেই আমরা জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী সংবাদ নেটওয়ার্ক গড়ে তুলতে চাই,” বলেন তিনি।
সচিত্র সিলেটের অঙ্গীকার
সাম্প্রতিক সময়ে স্থানীয় ও জাতীয় ইস্যুতে নিরপেক্ষ সংবাদ পরিবেশন, অনুসন্ধানমূলক প্রতিবেদন এবং জনস্বার্থভিত্তিক লেখার জন্য ‘সচিত্র সিলেট’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি তরুণ সাংবাদিকদের জন্যও একটি প্রশিক্ষণ ও বিকাশের ক্ষেত্র তৈরি করতে চায়, যেখানে সংবাদপেশায় সততা ও দক্ষতাই হবে প্রধান যোগ্যতা।
দৈনিক সচিত্র সিলেট বিশ্বাস করে— সত্যনিষ্ঠ সংবাদই গণতন্ত্রের ভিত্তি মজবুত করে। তাই যারা “গণতন্ত্রের পক্ষে” এই শ্লোগান বুকে ধারণ করে সংবাদপেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য এটি একটি সময়োচিত সুযোগ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি