সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১২ অক্টোবর ২০২৫ : দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি ও অনলাইন ব্যবসার বিকাশে সহায়তা করতে এসএমই ফাউন্ডেশন আয়োজন করছে “Digital Marketing for SMEs (Advanced Level)” শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি।
এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ ও ২৭ অক্টোবর ২০২৫ তারিখে, প্রতিদিন সকাল ০৯:০০টা থেকে বিকাল ০৫:০০টা পর্যন্ত, রাজধানীর ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন, ঢাকা প্রাঙ্গণে।
উদ্যোক্তাদের অনলাইন ব্যবসা পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, পণ্যের ব্র্যান্ডিং, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি— এসব লক্ষ্য নিয়েই প্রশিক্ষণ কর্মসূচিটি সাজানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা
প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://services.smef.gov.bd/ লিংকের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর ২০২৫।
নির্বাচিত প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি গ্রহণ করা হবে। প্রশিক্ষণ সশরীরে অংশগ্রহণমূলক হবে এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হবে।
ট্রেড লাইসেন্সধারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। যেসব উদ্যোক্তা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে প্রাথমিক জ্ঞান রাখেন, তাদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭৪১০২৭২৫৩
প্রশিক্ষণের মূল বিষয়বস্তু
অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের পাঠ্যসূচিতে থাকছে—
Competitor Research & Analysis
SEO Business Proposal প্রস্তুতকরণ (উদাহরণ: Smart Watch ব্যবসা)
In-depth On-Page Optimization
Off-Page Optimization ও Back Linking Methods
Email Outreach ও Guest Blogging কৌশল,
Niche Based Domain খুঁজে বের করা,
Hosting ও Full WordPress Setup,
WP Dashboard ও Mandatory Page & Plugin Setup,
Smart Solution SEO Plugin ব্যবহার,
Classic Editor, Speed Booster, Security বিষয়ক নির্দেশনা।
এই কোর্সের মাধ্যমে উদ্যোক্তারা ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন টুলস ও কৌশল হাতে-কলমে শিখে অনলাইন ব্যবসাকে আরও গতিশীল করার সুযোগ পাবেন।
এসএমই ফাউন্ডেশন বিশ্বাস করে, এই প্রশিক্ষণ দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের ব্যবসায়িক খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি