ভালোদের নীরবতা

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫

ভালোদের নীরবতা

Manual5 Ad Code

আয়েশা সিদ্দিকা |

????️
নীরব থাকে ভালোরা—
তাদের মুখে ধ্বনি নেই, তবু অন্তরে জ্বলে আগুন।
তাই অন্যায়ের হাত বাড়ে,
তাই দুঃসাহসী হয় অন্ধকারের গোষ্ঠী।

Manual8 Ad Code

যেদিন ভালোরা মুখ খুলবে,
সত্যের উচ্চারণে কাঁপবে অবিচারের প্রাসাদ—
এক ঝলক বজ্রপাতের মতো আলো
ছুঁয়ে যাবে পৃথিবীর প্রতিটি কোণ।

Manual2 Ad Code

ভালোরা যদি সাহস করে দাঁড়ায়,
তবে দুঃখের ভার হালকা হয়,
মানুষ ফিরে পায় তার মানুষ হওয়ার অধিকার।

চুপ থেকো না,
নীরবতা কখনও নির্দোষ নয়—
একটি সত্য উচ্চারণই পারে
অন্ধকার ভেদ করে আলো জ্বালাতে।

Manual7 Ad Code

????
আয়েশা সিদ্দিকা (লিপি জামান)
২৪ অক্টোবর ২০২৫

 


Manual1 Ad Code
Manual6 Ad Code