কাতার প্রবাসী ও শ্রীমঙ্গলের ব্যবসায়ী মো. হানিফ মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

কাতার প্রবাসী ও শ্রীমঙ্গলের ব্যবসায়ী মো. হানিফ মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ নভেম্বর ২০২৫ : হবিগঞ্জের সায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাতার প্রবাসী ও শ্রীমঙ্গলের পরিচিত ব্যবসায়ী, মেসার্স হানিফ ট্রেডার্সের মালিক মো. হানিফ মিয়া (৫৫)।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে।

Manual2 Ad Code

পরিবার সূত্রে জানা গেছে, হানিফ মিয়া ব্যক্তিগত কাজে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গিয়েছিলেন একটি সিএনজি গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে। ফেরার পথে সায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় যাত্রাবাহী বাস এনা পরিবহনের সঙ্গে রয়েল পরিবহনের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মো. হানিফ মিয়া শ্রীমঙ্গল শহরের শাহীবাগ আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীর গ্রামে। তিনি দীর্ঘদিন কাতারে প্রবাস জীবন শেষে দেশে ফিরে গ্যালভ্যানাইজিং পণ্য ব্যবসা শুরু করেন এবং “মেসার্স হানিফ ট্রেডার্স” নামের প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন।

Manual7 Ad Code

ব্যক্তিজীবনে তিনি ছিলেন ৪ ভাইয়ের মধ্যে তৃতীয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Manual3 Ad Code

তিনি গণমাধ্যমকর্মী দেওয়ান মাসুকুর রহমানের মামাতো বোন জামাই। দেওয়ান মাসুকুর রহমান জানান— “হানিফ ভাই ছিলেন অত্যন্ত পরিশ্রমী, নম্র ও সৎ একজন মানুষ। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

Manual8 Ad Code

এদিকে, হানিফ মিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এক শোকবার্তায় তিনি বলেন, “সড়ক দুর্ঘটনায় কাতার প্রবাসী ও সমাজের একজন সৎ ব্যবসায়ী মো. হানিফ মিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের ১ম জানাজার নামাজ বুধবার বাদ জোহর শহরের শাহীবাগ জামে মসজিদে এবং তার গ্রামের বাড়ি ভুনবীরে ২য় জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

স্থানীয় ব্যবসায়ী মহল, প্রবাসী সংগঠন ও সাধারণ মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা বলেন, “হানিফ মিয়া ছিলেন একজন সৎ ও জনপ্রিয় উদ্যোক্তা, যিনি এলাকায় তরুণদের আত্মনির্ভরশীল হতে অনুপ্রাণিত করতেন।”

 

এ সংক্রান্ত আরও সংবাদ