শতরঞ্জি ছোটকাগজে গবেষণাধর্মী ও সমকালীন চিন্তার লেখা আহ্বান

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

শতরঞ্জি ছোটকাগজে গবেষণাধর্মী ও সমকালীন চিন্তার লেখা আহ্বান

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | রংপুর, ২৬ নভেম্বর ২০২৫ : দেশের অন্যতম ছোটকাগজ শতরঞ্জি—যা দীর্ঘদিন ধরে সাহিত্য, সংস্কৃতি ও চিন্তার বিকাশে বিশেষ ভূমিকা পালন করে আসছে—তার পরবর্তী সংখ্যার জন্য গবেষণাধর্মী প্রবন্ধ ও সমকালীন ভাবনার লেখা আহ্বান করেছে।

সম্পাদক সাকিল মাসুদ জানিয়েছেন, নতুন সংখ্যায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে গভীর বিশ্লেষণধর্মী, তথ্যভিত্তিক এবং মৌলিক চিন্তার ওপর দাঁড়ানো লেখাকে।

সম্পাদকীয় সূত্র জানায়, শতরঞ্জি ছোটকাগজ সব সময়ই বিকল্প সাহিত্যচর্চা এবং মুক্ত বুদ্ধিবৃত্তিক অনুশীলনের জায়গা হিসেবে পাঠকের আস্থা অর্জন করেছে। তাই নতুন সংখ্যা সাজাতে তারা এমন লেখকের সন্ধান করছে যারা গবেষণামূলক দৃষ্টিভঙ্গি, সমকালীন সমাজ ও সংস্কৃতি নিয়ে তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং সৃজনশীল আলোচনাকে সামনে আনতে সক্ষম।

Manual1 Ad Code

গুরুত্বপূর্ণভাবে, সম্পাদকীয় বোর্ড স্পষ্ট করেছে যে, এআই-নির্ভর বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রস্তুতকৃত কোনো লেখা বিবেচনায় নেওয়া হবে না। প্রকাশনার নীতি অনুযায়ী শুধুমাত্র লেখকের নিজস্ব মৌলিক রচনা গ্রহণ করা হবে। সাহিত্যজগতে এআই-নির্ভর লেখালেখি নিয়ে যে বিতর্ক চলছে, তার প্রেক্ষিতে শতরঞ্জির এই অবস্থানকে অনেকে প্রশংসা করেছেন।

কোন ধরনের লেখা চাওয়া হচ্ছে

গবেষণাধর্মী প্রবন্ধ,
সমকালীন সমাজ, সংস্কৃতি, রাজনীতি বা সাহিত্য নিয়ে বিশ্লেষণ,
ব্যক্তিগত অভিজ্ঞতাভিত্তিক মৌলিক পর্যবেক্ষণ,
নবীন গবেষক ও তরুণ লেখকদের জন্য উন্মুক্ত আহ্বান।

Manual6 Ad Code

ছোটকাগজটির সম্পাদক জানান, “শতরঞ্জি কেবল লেখা প্রকাশ করে না, বরং সময়ের ভাবনা লিপিবদ্ধ করার একটি সামাজিক দায়বদ্ধতা পালন করে। তাই লেখা আহ্বানের এই উদ্যোগ মূলত সমকালীন চিন্তার নতুন দিগন্ত আবিষ্কারের প্রয়াস।”

Manual7 Ad Code

লেখা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ

Manual5 Ad Code

সাকিল মাসুদ
সম্পাদক, শতরঞ্জি ছোটকাগজ
আইডিয়া প্রকাশন
সেন্ট্রাল রোড, রংপুর–৫৪০০, বাংলাদেশ
ফোন: +৮৮০ ১৭২৬ ৯৭৬ ৯৮২
ইমেল: sataranji20@gmail.com

দেশজ সাহিত্যচর্চার বিকাশে ছোটকাগজের অবদান নতুন কিছু নয়। তাই শতরঞ্জির এই আহ্বান নবীন ও প্রতিষ্ঠিত—উভয় ধরণের লেখকের মধ্যে ইতিমধ্যে উৎসাহ জাগিয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ