দেশনেত্রীর দেখানো পথেই দেশকে এগিয়ে নেবে তারেক রহমান: মহসিন মিয়া মধু

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬

দেশনেত্রীর দেখানো পথেই দেশকে এগিয়ে নেবে তারেক রহমান: মহসিন মিয়া মধু

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ জানুয়ারি ২০২৬ : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া জাতিকে মুক্তির পথ দেখিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু। তিনি বলেন, দেশনেত্রীর দেখানো আদর্শ ও পথে চলেই তার সুযোগ্য উত্তরসূরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আয়োজিত কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত এই দোয়া মাহফিলে মহসিন মিয়া মধু বলেন, “আমরা জানতাম বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন। তবে তাঁর ইন্তেকালের পর সারা বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে যে শ্রদ্ধা জানানো হয়েছে, তাতে প্রমাণ হয়েছে তিনি শুধু বাংলাদেশের নন, একজন বিশ্বনেত্রী ছিলেন।”

Manual6 Ad Code

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া কখনো অন্যায়, অবিচার কিংবা মিথ্যার কাছে মাথা নত করেননি। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নিজের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে জেল-জুলুম ও অমানবিক নির্যাতন সহ্য করেছেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি সারাজীবন দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন।”

মহসিন মিয়া মধু বলেন, “আমাদের নেত্রী দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়ে গেছেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। তাঁর দেখানো পথেই জনগণের পাশে থেকে কাজ করে যাব।”

তিনি প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে উপস্থিত নেতাকর্মী, সাধারণ মানুষসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলে কুরআন তেলাওয়াত, মিলাদ ও শিরনি বিতরণের মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম কামনা করেন।

অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বেগম জিয়া পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু, সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Manual7 Ad Code

দোয়া মাহফিলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মুসল্লিরাও অংশ নেন। পুরো অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত।

এ সংক্রান্ত আরও সংবাদ