সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নে আজীবন সংগ্রামী এক কমিউনিস্ট নেতা
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৩ জানুয়ারি ২০২৬ : সাপ্তাহিক ‘নতুন কথা’–এর ব্যবস্থাপক এবং বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, বিশিষ্ট বামপন্থি রাজনৈতিক কর্মী কমরেড বাবুল আকতারের একাদশ মৃত্যুবার্ষিকী আজ।
দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তাকে স্মরণ করছে।
কমরেড বাবুল আকতার ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এক নিরলস সংগ্রামী। অসাম্প্রদায়িক, জনগণতান্ত্রিক, আধুনিক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তিনি আজীবন আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এই নেতা শ্রমজীবী মানুষ, যুবসমাজ এবং গণতান্ত্রিক শক্তির ঐক্যের প্রশ্নে ছিলেন আপসহীন।
রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংবাদিকতা ও প্রগতিশীল চিন্তার বিকাশেও কমরেড বাবুল আকতারের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সাপ্তাহিক ‘নতুন কথা’ পত্রিকার ব্যবস্থাপক হিসেবে তিনি সত্যনিষ্ঠ সাংবাদিকতা, মুক্তচিন্তা ও শোষণবিরোধী বক্তব্যকে গুরুত্ব দিয়ে পত্রিকাটিকে একটি সাহসী প্রগতিশীল কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেন। রাষ্ট্রীয় নিপীড়ন, সাম্প্রদায়িকতা ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে তার অবস্থান ছিল দৃঢ় ও স্পষ্ট।
বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় নেতৃত্বে থাকার সময় তিনি তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন আদর্শবাদী, নিষ্ঠাবান ও মানবিক নেতা।
১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে কমরেড বাবুল আকতারের সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। এ উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এক শোকবার্তায় বলেন, “কমরেড বাবুল আকতার ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক। শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার লড়াইয়ে তিনি ছিলেন দৃঢ়চেতা এক যোদ্ধা। তার আদর্শ ও ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকটে কমরেড বাবুল আকতারের মতো আদর্শবান নেতাদের অভাব গভীরভাবে অনুভূত হচ্ছে। তার দেখানো পথ অনুসরণ করেই মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন জেলায় আলোচনা সভা, স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা কমরেড বাবুল আকতারের রাজনৈতিক দর্শন, সাংগঠনিক দক্ষতা এবং ব্যক্তিগত সততা ও মানবিকতার কথা স্মরণ করবেন।
আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে সেই নির্ভীক কমিউনিস্ট নেতাকে, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তির স্বপ্নে সংগ্রাম করে গেছেন। কমরেড বাবুল আকতারের আদর্শ ও সংগ্রামী চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে প্রগতিশীল আন্দোলনের পথচলায় প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি